adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

তথ্যমন্ত্রী – ভয় নেই সংবাদপত্রের আইন ঢেলে সাজানো হবে

নিজস্ব প্রতিবেদক : সংবাদপত্রের অধিকার হরণ করা হবে না বলে মন্তব্য করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ভয়ের কারণ নেই। সংবাদপত্র প্রকাশনা-সংক্রান্ত আইনটি ঢেলে সাজানো হবে। 
শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি আযোজিত ইফতার ও দোয়া মহাফিলে এ কথা বলেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, বর্তমানে যে আইনে সংবাদপত্র প্রকাশিত হচ্ছে, সেই আইন বহাল থাকবে। নতুন করে সংবাদপত্রের অধিকার কেড়ে নেয়া হবে না।
সবার মতামত নিয়ে আইনটি করা হবে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকার কখনো সংবাদপত্রের অধিকার কেড়ে নেয় না। সব সময় সাংবাদিকদের পাশে থাকে। এখনো থাকবে।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাহেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশের) সভাপতি শওকত মাহমুদ, অপর অংশের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, একাংশের সাধারণ সম্পাদক আবদুল আজিজ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (একাংশের) সভাপতি আলতাফ মাহমদু, সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ, অপর অংশের সাধারণ সম্পাদক জাহ্ঙ্গাীর আলম প্রধান প্রমুখ।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া