adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কিশোর হত্যার জন্য ইসরাইলকে মূল্য দিতে হবে: হামাস

ফিলিস্তিনি কিশোরকে আটক করে নিয়ে যাচ্ছে ইসরাইলের সেনারাআন্তর্জাতিক ডেস্ক : অধিকৃত ফিলিস্তিনের আল-কুদস শহর থেকে এক কিশোরকে অপহরণ ও হত্যার জন্য ইহুদিবাদী ইসরাইলকে কড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।
বুধবার সকালের দিকে ১৮ বছর বয়সী কিশোর ইউসুফ আবু জাকেরের লাশ পাওয়া যায়। হামাস বলেছে এ হত্যাকাণ্ডের জন্য সম্পূর্ণভাবে ইহুদিবাদী ইসরাইল দায়ী। সংগঠনটি বলেছে, ফিলিস্তিনের জনগণ এ ধরনের অপরাধ করার সুযোগ ইসরাইলকে দেবে না এবং কোনো ধরনের অপরাধ বিনা শাস্তিতে পার পাবে না।
মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ঐক্য সরকারের একজন মুখপাত্রও এ হত্যাকাণ্ডের জন্য ইসরাইলকে দায়ী করে তার নিন্দা জানিয়েছেন। হত্যাকারীকে খুঁজে বের করতে তিনি তেল আবিবের প্রতি আহ্বান জানান।
জাকেরকে আল-কুদস শহরের একটি সুপার মার্কেট এলাকা থেকে গাড়ি হতে অপহরণ করে নিয়ে যায় ইহুদিবাদী সেনারা এবং পরে তার লাশ পাওয়া যায়। ইসরাইলের গণমাধ্যমগুলো বলেছে, জাকেরকে অপহরণের এক ঘণ্টার মধ্যে তার লাশ বেইত হানিয়ার একটি জঙ্গলে পাওয়া যায়।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া