adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মেসি আর ডি মারিয়া ঝলকে কো. ফাইনালে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক : অবশেষে গোলের দেখা পেলো আর্জেন্টিনা। সেই সঙ্গে কোটি ভক্তের জয়ের অপেক্ষার অবসান ঘটলো। মঙ্গলবার বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বের শেষ ম্যাচে রুদ্ধশ্বাস খেলায় আর্জেন্টিনা ডি মারিয়ার দেয়া একমাত্র গোলে জয় পেয়ে কোয়ার্টার ফাইনালে উঠে। এ গোলের উতস বিশ্বখ্যাত ফুটবলার লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে যাওয়া ম্যাচের শেষ দিকে ঝলক দেখালেন লিওনেল মেসি। আর তাতেই সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে শেষ আটে উঠে যায় মেসিরা। 
দ্বিতীয় রাউন্ডের ম্যাচে নির্ধারিত ৯০ মিনিটে কোনো দলই গোল পায়নি। অতিরিক্ত সময়ের খেলাও গড়াচ্ছিল টাইব্রেকারের দিকে। তখনই মেসির দারুণ পাস থেকে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন আনহেল দি মারিয়া।
প্রথমার্ধে দুবার আর্জেন্টিনার গোলরক্ষককে সের্হিও রোমেরোকে পরীক্ষায় ফেলে সুইজারল্যান্ড। দ্বিতীয়ার্ধে স্বরূপে ফেরে আর্জেন্টিনা। মেসি, দি মারিয়া, হিগুয়াইনদের অনেক প্রচেষ্টা রুখে দিলেও শেষ রক্ষা করতে পারেননি সুইস গোলরক্ষক দিয়েগো বেনাল্লিও।
মঙ্গলবার সাও পাওলোর আরেনা দে সাও পাওলোয় প্রথম পঁচিশ মিনিট পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি কোনো দলই।
২৭তম মিনিটে প্রথম সুযোগটি পায় সুইজারল্যান্ড। জেরদান শাচিরির কাছ থেকে বল পেয়ে ডি বক্সের ভেতর থেকে গ্রানিট জাকার শট ঠেকান রোমেরো। ফিরতি বলে স্টেফান লিখটস্টাইনারের শটও ঠেকান আর্জেন্টিনার গোলরক্ষক। সুইসদের এই আক্রমণই তাতিয়ে দেয় দুইবারের চ্যাম্পিয়নদের। দুই মিনিট পর প্রথম সুযোগটি তৈরি করে আলেহান্দ্রো সাবেইয়ার শিষ্যরা। গনসালো হিগুয়াইনের কাঁধে লেগে ডি বক্সে বল পেলেও ঠিকভাবে মারতে না পেরে সুযোগ হাতছাড়া করেন এসেকিয়েল লাভেসিস।
পরের মিনিটে আনহেল দি মারিয়ার কর্নার থেকে সুযোগ এসেছিল আর্জেন্টিনার সামনে। তার চমতকার কর্নারে এসেকিয়েল গারায় মাথা ছোঁয়াতে পারলেই এগিয়ে যেতে পারতো আর্জেন্টিনা। ৩৯তম মিনিটে শাচিরির ক্রস থেকে দারুণ একটি সুযোগ এসেছিল ইয়োসিপ দারমিচের সামনে। রোমেরোকে একা পেয়েও তার হাতে তুলে দিয়ে সবর্ণ সুযোগটি হাতছাড়া করেন তিনি।
পরের মিনিটে সুযোগ এসেছিল দি মারিয়ার সামনে। তার সঙ্গে ওয়ান-টু খেলে ডি বক্সে ঢুকে পড়েন মেসি। নিজে শট না নিয়ে দেন দি মারিয়াকে। কিন্তু রিয়াল মাদ্রিদ উইঙ্গারের শটে জোর না থাকায় ধরতে কোনো সমস্যা হয়নি বেনাল্লিওর।
৫৯তম মিনিটে মার্কোস রোহোর শট ঠিকভাবে ফেরাতে পারেননি বেনাল্লিও। তবে কোনো বিপদ হয়নি। তিন মিনিট পর রোহোর ক্রস থেকে হিগুয়াইনের হেড ঠেকিয়ে আবারো সুইসদের ত্রাতা ভলসবুগের্রর গোলরক্ষক।
৭৪তম মিনিটে লাভেস্সির বদলি নামার পর প্রথম স্পর্শেই গোল পেতে পারতেন রদ্রিগো পালাসিও। মেসির ক্রস থেকে মাথা ছোঁয়ালেও লক্ষ্যে রাখতে পারেননি তিনি।
দুই মিনিট পর মেসির দারুণ একটি চেষ্টা ব্যর্থ করেন বেনাল্লিও। ডি বক্স থেকে আর্জেন্টিনা অধিনায়কের ডান বার ঘেঁষা শট কোনোমতে ঠেকান তিনি। ৮৯তম মিনিটে তিনজনকে কাটিয়ে ডি বক্সে পালাসিওকে দারুণ একটি পাস দেন মেসি। কিন্তু সুযোগটি কাজে লাগাতে পারেননি ইন্তার মিলানের এই স্ট্রাইকার। ১০৯তম মিনিটে আবারো ত্রাতা বেনাল্লিও। ডানদিক থেকে দি মারিয়ার জোরালো শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন তিনি।
১১৮তম মিনিটে পালাসিওর কাছে থেকে বল পেয়ে ট্রেডমার্ক দৌড়ে একজনকে কাটিয়ে একেবারে ডান দিকে ডি বক্সে দি মারিয়াকে দুর্দান্ত একটি পাস দেন মেসি। ডান দিক থেকে কোনাকুনি শটে জাল খুঁজে নিয়ে কোনো সমস্যা হয়নি দি মারিয়ার। যোগ করা সময়ে ব্লেরিম জেমাইলির হেড পোস্টে লেগে ফিরে। ফিরতি বল নাপোলি মিডফিল্ডারের পা লেগে বাইরে চলে গেলে বেঁচে যায় আর্জেন্টিনা। শেষ দিকে বিপজ্জনক জায়গায় একটি ফ্রিকিক পেলেও কাজে লাগাতে না পারায় ৬০ বছর পর দ্বিতীয় রাউন্ডে ওঠা সুইজারল্যান্ডের বিদায় নিশ্চিত হয়ে যায়।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া