adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

৫ বছরে দেশে এসেছে ১৫ হাজার প্রবাসীর লাশ

2222222222নিজস্ব প্রতিবেদক : বিগত পাঁচ বছরে প্রায় ১৫ হাজার প্রবাসী বাংলাদেশি কর্মীর মৃতদেহ দেশে আনা হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। রেববার জাতীয় সংসদে প্রশ্নোত্তরকালে এ তথ্য জানান তিনি।
চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য মনিরুল ইসলামের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ২০০৯ সালের ১ জানুয়ারি থেকে চলতি বছর মে মাস পর্যন্ত ১৪ হাজার ৭৯৮ জন প্রবাসী বাংলাদেশি কর্মীর লাশ দেশে আনা হয়েছে।
এর মধ্যে এ পর্যন্ত ২ হাজার ৩৮৬টি মৃত্যের পরিবারকে ১৪০ কোটি ৯১ লাখ ৫৭ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। অপর এক প্রশ্নের জবাবে মোশাররফ জানান, ২০১৩ সালে বিশ্বের বিভিন্ন দেশে এক হাজার ৪৮ জন শ্রমিক বিভিন্ন দ্র্ঘুটনায় নিহত হয়েছে।
মন্ত্রী জানান, সংশ্লিষ্ট দেশের আইন মেনে ক্ষতিপূরণ আদায়ে দূতাবাসের মাধ্যমে শ্রম আদালতে মামলা করা হয়। যা অত্যন্ত সময় সাপেক্ষ। গত বছর নিহত ২১২ জন কর্মীর অনুকূলে ৪২ কোটি ৯৭ লাখ ৬৩ হাজার ৮শ’ টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়েছে। মৃতের পরিবারকে ক্ষতিপূরণের ২১ কোটি ৮৫ লাখ ৬৮ হাজার ৪৬২ টাকা বিতরণ করা হয়েছে।
সংরক্ষিত মহিলা আসনের সাংসদ পিনু খানের প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণমন্ত্রী জানান, বর্তমানে বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে ৮১টি পদ সম্বলিত ১৬টি শ্রম শাখা রয়েছে। ইতোমধ্যে নতুন আরো ১২টি শ্রম শাখা খোলা হয়েছে এবং আরো ১১টি শ্রম শাখা খোলার বিষয় বিবেচনাধীন রয়েছে।
চট্টগ্রাম-১১ আসনের এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, প্রবাসী বাংলাদেশি কর্মীর ৮০ শতাংশই কাজ করছে মধ্যপ্রাচ্যের দেশে। গত মে মাস পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে মোট ৮৮ লাখ ৮৭ হাজার ১১১ বাংলাদেশি কর্মী বৈধভাবে গিয়েছেন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া