adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সরকারী দলের অবরোধে রাজধানীতে তীব্র যানজট

index_42774নিজস্ব প্রতিবেদক :  পুলিশের বিরুদ্ধে তোরণ অপসারণের অভিযোগ এনে রাজধানীর বেশ কয়েকটি সড়কে অবরোধ সৃষ্টি করে যান চলাচল বন্ধ করে দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। নগরবাসী পড়েছে ভোগান্তিতে।
দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তৈরি করা তোরণ ভাঙার প্রতিবাদে রোববার বেলা সোয়া তিনটা থেকে সড়ক অবরোধ করে তারা।
মিরপুরের পল্লবী থেকে গুলিস্তানগামী সড়ক এবং মিরপুর থেকে গাবতলীগামী সড়কগুলোয় নেতাকর্মীরা অবরোধ সৃষ্টি করেছে। এতে নেতৃত্ব দিচ্ছেন ঢাকা-১৫ আসনের সাংসদ কামাল আহমেদ মজুমদার। এ ঘটনায় মিরপুর থেকে গাবতলী ও গুলিস্তান সড়কের যান চলাচল বন্ধ হয়ে গেছে। সারা রাজধানীজুড়ে যানজট সৃষ্টি হয়েছে।
নেতাকর্মীরা জানান, কাফরুল ও ভাষানটেক থানার ওসির নেতৃত্বে বৃহস্পতিবার গভীর রাতে শেওড়াপাড়া, কাজীপাড়া, মিরপুর-১০ নম্বর, কচুক্ষেত ও ইব্রাহিমপুরের ১২টি সড়ক থেকে উচ্ছেদ করা হয়েছে। প্রতিবাদে মিরপুর-১০ নম্বর গোল চত্বরে তারা এ অবরোধ করে।
পুলিশ সূত্রে জানায়, রমজান উপলক্ষে নাগরিকদের যানজটের ভোগান্তি থেকে মুক্তি দিতে পুলিশ তোরণগুলো অপসারণ করেছে। তোরণগুলো রাজধানীর সড়কগুলোতে অতিরিক্ত যানজটের সৃষ্টি হয়। তাছাড়া এগুলো দুর্ঘটনার কারণও হয়।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া