adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রকে উত্তর কোরিয়ার হুমকি

সিনেমার একটি দৃশ্যের স্ক্রিনশটআন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার বিরুদ্ধে আমেরিকায় যে সিনেমা নির্মাণ করা হচ্ছে, তা প্রদর্শনের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছে পিয়ংইয়ং। সিনেমাটিতে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে হত্যাপ্রচেষ্টার দৃশ্য রয়েছে। হত্যাপ্রচেষ্টা চালাচ্ছেন সিআইএ’র এজেন্টরা। উত্তর কোরিয়া বলেছে- এটি হচ্ছে ভয়াবহ সন্ত্রাসী পদক্ষেপ।
উত্তর কোরিয়ার পররাষ্ট্র্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাত দিয়ে দেশটির কেন্দ্রীয় সংবাদ সংস্থা-কেসিএনএ লিখেছে, আমাদের সর্বোচ্চ নেতার ওপর আঘাত হানার ষড়যন্ত্র কেন্দ্রীক সিনেমা নির্মাণ ও প্রদর্শন হচ্ছে সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসবাদ ও যুদ্ধ এবং তা একদম সহ্য করা হবে না।
তিনি আরও বলেছেন, এ ধরনের সিনেমা তৈরির কারণে উত্তর কোরিয়ার জনগণের মাঝে আমেরিকার প্রতি ঘৃণা ও ক্ষোভ আরও বাড়বে। হলিউড নির্মিত ‘দ্যা ইন্টারভিউ’ আগামী অক্টোবরে মুক্তি পাবে। এটি একটি টকশো কেন্দ্রীক ছবি- যাতে দেখানো হয়েছে একটি টকশো’র উপস্থাপক ও প্রযোজক সাক্ষাতকার গ্রহণের জন্য কিম জং উনকে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং পরবর্তীতে সিআইএ কিম জং-উনকে হত্যার জন্য তাদেরকে নিয়োগ দেয়।
উত্তর কোরিয়া বলেছে- মার্কিন সরকার সিনেমাটি প্রদর্শনের অনুমতি দিলে পাল্টা জবাব দেয়া হবে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া