adv
১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দেশে গণতন্ত্র নয়, চলছে দানবতন্ত্র : আ স ম রব

1c43_42418নিজস্ব প্রতিবেদক : জাসদ সভাপতি আ.স.ম আব্দুর রব বলেছেন, রাষ্ট্রের সকল সংস্থাকে দলীয়করণ করা হয়েছে। দেশে এখন গণতন্ত্র চলছে না, দেশে চলছে দানবতন্ত্র।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে মানবাধিকার সংগঠন ‘অধিকার’ ও ‘ওএমসিটি’ কর্তৃক আয়োজিত নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
আ.স.ম রব বলেন, একদিকে যখন মানবতাবিরোধী অভিযোগের বিচার চলছে, অন্যদিকে তখন সরকার মানবতাকে হত্যা করছে। মুক্তিযুদ্ধে অবদানে বিদেশিদের ক্রেস্টে সোনা চুরি প্রসংগে তিনি বলেন, একটা দেশের সরকার প্রধান সংসদে দাঁড়িয়ে চুরি দুর্নীতির পক্ষে এভাবে কথা বলতে পারেন এটা ভাবতেও লজ্জা লাগে। এ সরকার আমাদের নৈতিকতাকে ধ্বংস করে দিচ্ছে। কালো টাকা দুর্নীতি ঘুষ সমাজটাকে ধ্বংস করে দিয়েছে।
তিনি বলেন, সরকার নৈতিকভাবে জনগণের কাছে যাওয়ার মানসিক শক্তি হারিয়ে ফেলেছে। গণতান্ত্রিকভাবে হাঁটতেও পারবে না। ক্র্যাচ ছাড়া এ সরকার জনগণের কাছে যেতে পারবে না। স্বৈরাচারী হিটলার মুসোলিনির মতো এ সরকারেরও পতন হবে।
আ.স.ম রব বলেন, ৭১-এ দেশ হত্যার বধ্যভূমি হয়েছে, এখনও হচ্ছে। বাংলার মায়েদের ঘরে ঘরে আজ হাহাকার চলছে। আলোচনা সভায় লিখিত বক্তব্যে অধিকারের সাধারণ সম্পাদক আদিলুর রহমান শুভ্র বলেন, আইন প্রয়োগকারী সংস্থার হেফাজতে নির্যাতন বন্ধ ও নির্যাতনকারীর দায়মুক্তির সংস্কৃতি বন্ধ করতে হবে। নির্যাতন প্রতিরোধে সচেতনতা সৃষ্টির ক্ষেত্রে মানবাধিকার রক্ষাকারীদের কোনভাবেই বাধা দেয়া চলবে না।
অধিকারের কেন্দ্রীয় কমিটির সদস্য নারী নেত্রী ফরিদা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. আসিফ নজরুল, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, সুপ্রীম কোর্টের আইনজীবী এ্যাড. জেড আই খান পান্না, ব্যারিস্টার সাদিয়া আরমান, এ্যাডভোকেট রুহুল আমিন ভূইয়া, পুলিশের ক্রসফায়ারে পা হারানো যুবক মো. আরাফাত, র‌্যাবের নির্যাতনে নিহত শাহানুর আলমের ভাই শাহানুর আলম প্রমুখ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া