adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পাক-ভারত টেস্ট সিরিজ ২০১৫ সালে

স্পোর্টস ডেস্ক : অবশেষে আগামী বছর নতুন করে চালু হচ্ছে পাক-ভারত দ্বিপাক্ষিক টেস্ট সিরিজ৷ ২০১৫-এর ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এই সিরিজ৷
দু’দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী, আগামী পাঁচ বছরে ভারত-পাক ছ’টি দ্বিপাক্ষিক সিরিজ আয়োজিত হবে৷ পাকিস্তান বোর্ড দাবি করেছে, এ ব্যাপারে ভারতীয় বোর্ড নবনির্বাচিত নরেন্দ্র মোদি সরকারের ছাড়পত্রও পেয়ে গিয়েছে৷ ভারতীয় বোর্ডের তরফ থেকে অবশ্য এখনও কেউ এই নিয়ে সরকারি প্রতিক্রিয়া জানাননি৷
সেই ২৬/১১-এর পর থেকেই ভারত-পাক দ্বিপাক্ষিক টেস্ট সিরিজ বন্ধ থেকেছে৷ পাক বোর্ডের কর্তারা বেশ কয়েকবার ভারতীয় বোর্ডকে অনুরোধ করলেও ইউপিএ সরকার দ্বিপাক্ষিক সিরিজের ছাড়পত্র দেয়নি৷ এমনকী ২০০৮ সালের পর আইপিএলেও পাকিস্তান ক্রিকেটারদের খেলার অনুমতি দেয়নি কেন্দ্রীয় সরকার৷ অবশেষে মোদি সরকার আসার পর জট খুলল৷ নরেন্দ্র মোদি স্বয়ং গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলেন, প্রধানমন্ত্রী হওয়ার পর সে পদ ছেড়ে দিয়েছেন৷ পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ভারতে এসেছিলেন মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে৷ তখনই ক্রিকেট সিরিজ চালু হওয়া নিয়ে মোদিকে তিনি অনুরোধ করেন। পাক বোর্ডের এক কর্তা বলেছেন, আমরা বহুদিন ধরে এই সিরিজের অপেক্ষায় ছিলাম৷ দু’দেশের মানুষ এই সিদ্ধান্তে উপকৃত হবেন৷ দুটো বোর্ডই এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে৷

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া