adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গণজাগরণ মঞ্চের কর্মীকে কোপালো দুর্বৃত্তরা : অবস্থা গুরুতর

goroনিজস্ব প্রতিবেদক : গণজাগরণ মঞ্চের কর্মী দাবিদার প্রকৌশলী রাকিব আল মামুনকে (২৭) কুপিয়ে ও গুলি করে আহত করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। রাজধানীর মোহাম্মদপুর থানাধীন শ্যামলী ৫নং রোডে মঙ্গলবার এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ মামুনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিতসকরা বলেছেন, তার অবস্থা আশঙ্কাজনক।
মামুনের পারিবারিক সূত্র জানায়, তিনি শ্যামলীর পিসি কালচার হাউজিং ৫নং রোডস্থ পার্ল কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানে জুনিয়র প্রকৌশলী পদে কর্মরত। তার বাসা হাতিরপুলের সেন্ট্রাল রোডে। গতকাল সকাল ১১টার দিকে তিনি বাসা থেকে বের হন। শ্যামলী থেকে রিকশা নিয়ে পিসি কালচার অফিসে যাচ্ছিলেন। পথে ৩ দুর্বৃত্ত তার রিকশার গতিরোধ করে। দুর্বৃত্তদের একজন দাড়িওয়ালা। বাকিরা যুবক বয়সের। দুর্বৃত্তরা তাকে রিকশা থেকে টেনে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায়। তিনি মাটিতে লুটিয়ে পড়ে। এর পরও দুর্বৃত্তরা তার পেটে ও পায়ে কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। গুলিবিদ্ধ মামুন নিজেকে গণজাগরণ মঞ্চের কর্মী দাবি করেন। তিনি মূলত একজন ব্লগার। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন ব্লগে লেখালেখি করছেন। মামুনের অভিযোগ, জামায়াত-শিবির কর্মীরা তার ওপর হামলা করেছে। এ ব্যাপারে মোহাম্মদপুর থানার ওসি আজিজুল ইসলাম বলেন, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। প্রাথমিক তদন্তে গুলিবিদ্ধ মামুন একজন ব্লগার বলে জানা গেছে। কারা এবং কি উদ্দেশ্যে তার ওপর হামলা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম অভিযানে নেমেছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া