adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মুখভর্তি লম্বা চুল – এ রোগের জন্য বিশ্বরেকর্ড

ডেস্ক রিপোর্ট : ১৪ বছরের ফুটফুটে মেয়ে৷ গায়ের রং দুধে আলতা৷ কিন্তু মুখের দিকে তাকালে ভয়ে বুক শুকিয়ে যায়৷ মাথায় ভর্তি তো বটেই, গোটা মুখময় বড় বড় লোম৷ হাইপারট্রিকোশিসে আক্রান্ত থাইল্যান্ডের এই কিশোরী সুপাত্র সুশাফান৷ দুর্ভাগ্যবশত রোগের জন্য বিশ্বের একটি রেকর্ডের অধিকারী সে৷ সবচেয়ে কম বয়সী সর্বাধিক চুলওয়ালা মানুষ বলে।
হাইপারট্রিকোশিস একধরনের রোগ যাতে শরীরের বিভিন্ন অংশ থেকে লোম বেড়ে গিয়ে লম্বা চুলের আকার ধারণ করে। এই রোগ বংশগতও হয় আবার কখনও হঠাত করেই হয়।
তবে দুরারোগ্য এই ব্যাধিকে জয় করে একজন চিকিতসক হওয়ার স্বপ্ন দেখে মেধাবী সুপাত্র৷ সে চায় রোগগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের কষ্ট দূর করতে৷ মায়ের পরামর্শে দু’দিন অন্তর তার মুখের লম্বা চুল কেটে ফেলতে হয়। লোকের ব্যাঙ্গ, উপহাস্য, করুণা সবকিছুকে দূরে সরিয়ে জীবনের লড়াইয়ে সফল হতে বদ্ধপরিকর থাইল্যান্ডের সুপাত্র।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া