adv
১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

৪ ঘণ্টা পর চট্টগ্রামের রেল লাইন সচল

ফাইল ছবিডেস্ক রিপোর্ট : অতি বর্ষণে সৃষ্ট পাহাড়ি ঢলে সীতাকুণ্ডে দেবে যাওয়া রেল সেতুটি প্রায় পৌনে চার ঘণ্টা বন্ধ থাকার পর খুলে দেয়া হয়েছে।
রোববার বিকাল সাড়ে ৩টার দিকে সেতুটি খুলে দেয়া হয় বলে রেল কর্মকর্তারা জানিয়েছেন। তবে পৌনে ৫টা পর্যন্ত সেতুর ওই অংশ দিয়ে কোনো ট্রেন চলাচল করেনি।
পূর্ব রেলের প্রধান প্রকৌশলী আব্দুল হাই বলেন, সাড়ে ৩টার দিকে রেল সেতুটি খুলে দেয়া হয়। ট্রায়াল হিসেবে একটি ইঞ্জিন পারাপার করা হয়েছে। এখন ট্রেন চলাচল করবে।
সবার আগে উদয়ন এক্সপ্রেস সেতুটি অতিক্রম করবে জানিয়ে তিনি বলেন, এরপর অন্যান্য ট্রেনও চলবে। সকাল সোয়া ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেল লাইনের ভাটিয়ারি স্টেশন সংলগ্ন ৩৪ নম্বর সেতুর একাংশ দেবে গিয়ে ঝুঁকিপূর্ণ হয়ে যাওয়ায় রেল চলাচল বন্ধ করে দেয়া হয়।
সকালে সেতুটির সংস্কার কাজ বৃষ্টির জন্য বিঘ্নিত হয়। গত বছরও পাহাড়ি ঢলে সেতুটি একবার ধসে গিয়েছিল।
রেল চলাচল বন্ধ হওয়ার আগে সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস এবং চাঁদপুর থেকে চট্টগ্রামগামী মেঘনা এক্সপ্রেস ট্রেন দুটি আটকা পড়ে।
চট্টগ্রাম রেলওয়ের অনুসন্ধান বিভাগ জানায়, চট্টগ্রাম রেল স্টেশনে মহানগর গোধূলী ট্রেনটি এসে পৌঁছেছে। কিছুক্ষণ পর তা ঢাকার পথে ছাড়বে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া