adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বৃষ্টিও ঠেকাতে পারছে না খালেদার জনসভায় মানুষের ঢল

ডেস্ক রিপোর্ট : বৃষ্টি উপক্ষো করে জয়পুরহাটে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জনসভার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ রোববার বিকেল তিনটায় জয়পুরহাট আরবি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন তিনি।
গত ৫ জানুয়ারির নির্বাচনের পর এই প্রথম জয়পুরহাটে আসছেন তিনি। আষাঢ়ের বৃষ্টি উপেক্ষা করে দলীয় প্রধানের বক্তব্য শুনতে জনসভাস্থলে জড়ো হচ্ছেন হাজার হাজার মানুষ। সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে হাজির হচ্ছেন জয়পুরহাট আরবি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে।
দুই দিনের সাংগঠনিক সফরে খালেদা জিয়া বগুড়া ও জয়পুরহাট আসেন। শনিবার বিকাল ৪টা ৪০ মিনিটে রাজধানী ঢাকার গুলশান বাসভবন থেকে বগুড়ার উদ্দেশে যাত্রা করেন তিনি।
রাত সাড়ে ৯টায় তিনি বগুড়া সার্কিট হাউজে উপস্থিত হন। সেখানে রাত্রিযাপন শেষে রোববার বেলা ১২টায় বগুড়া থেকে জয়পুরহাটের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, জনসভায় সাবেক প্রধানমন্ত্রী নির্দলীয় নিরপেক্ষ তত্ত্ববধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এবং হত্যা, গুম, নির্যাতন ও মামলা-হামলার প্রতিবাদসহ নিযার্তিত ও ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের উজ্জীবিত করতে ভাষণ দেবেন। জনসভায় সভাপতিত্ব করবেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোজাহার আলী প্রধান।

 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া