adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পাকিস্তানকে রাশিয়া অস্ত্র দিতে চাইলে নিষেধ করে ভারত

রুশ এমআই-৩৫ অ্যাটাক হেলিকপ্টারআন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের কাছে এমআই-৩৫ অ্যাটাক হেলিকপ্টার বিক্রি না করতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে ভারত। নয়াদিল্লিতে রুশ উপ-প্রধানমন্ত্রী দিমিত্রি রোগোজিনের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।
রুশ উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতের প্রতিরক্ষামন্ত্রীও মস্কোর এ সংক্রান্ত সিদ্ধান্তের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। পাকিস্তানের সঙ্গে রাশিয়ার সামরিক সম্পর্ক জোরদারের ইঙ্গিত পাওয়ার পর থেকেই উদ্বেগে রয়েছে ভারত। এবার তাদের উদ্বেগের কথা দেশটি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে। রাশিয়া হচ্ছে ভারতের সবচেয়ে বড় অস্ত্র যোগানদাতা।
চলতি মাসেই রাশিয়া পাকিস্তানের কাছে কয়েকটি এমআই-৩৫ অ্যাটাক হেলিকপ্টার বিক্রির সিদ্ধান্ত নেয়। এর আগে রাশিয়া পাকিস্তানের কাছে কোনো সমরাস্ত্র বিক্রি করেনি। ইসলামাবাদের সঙ্গে সামরিক সম্পর্ক গড়তে রাশিয়া এরইমধ্যে পাকিস্তানে অস্ত্র তথা সামরিক সরঞ্জাম রপ্তানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া