adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দার্জিলিংয়ের চা-এ চুমুক দিচ্ছেন মেসি-নেইমার

আন্তর্জাতিক ডেস্ক : দার্জিলিং চা শুধু দক্ষিণ এশিয়াতেই নয়, গোটা বিশ্বে মোটামুটি পরিচিত। কিন্তু এবার ওই চায়ের বেশি আকর্ষন বেড়েছে ব্রাজিল বিশ্বকাপে। বলা যায় বিশ্বকাপে তুফান তুলেছে দার্জিলিং এর চা। চাইলেই মেসি, নেইমার কিংবা রোনালদোরা দার্জিলিং এর চায়ে চুমুক দিয়ে মাঠে নামতে পারেন। খেলার আগে টিম মিটিংয়ে পরিবেশন করা হচ্ছে দার্জিলিং এর এই অভিজাত চা। বিশ্বকাপের ভিভিআইপিদের জন্য দার্জিলিং এর বিখ্যাত ‘মাকাইবারি টি এস্টেট’ থেকে বিশেষ অরগ্যানিক চা গেছে ব্রাজিলে।
১৮৫৯ সালে তৈরি হওয়া কার্শিয়ং এর বাগান থেকে এই চা রপ্তানি করা হয়েছে। তবে দার্জিলিং থেকে সরাসরি এই চা ব্রাজিলে যায়নি। ব্রিটেনের চা বিক্রেতা সংস্থা ‘হ্যাম্পাসায়ার্ড টি’ মাকাইবারি বাগানের চা গোটা বিশ্বে বাজারজাত করে থাকে। তারাই এই চা ব্রাজিলে সরবরাহ করছেন।
ভারতীয় মুদ্রায় এই চায়ের দাম পড়েছে প্রতি ১০০ গ্রাম প্রায় ২ হাজার ৪০০ রুপি। সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন মাকাইবারি টি এস্টেটের মালিক রাজঝা বন্দ্যোপাধ্যায়।
২০০৮ সালে বেইজিং অলিম্পিকেও ‘মাকাইবারি টি এস্টেট’ এর চা পরিবেশন করা হয়েছিল বলে রাজঝা জানিয়েছেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া