adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘ইরাকে ঢুকেছে ২০ মার্কিন জঙ্গি বিমান’

মার্কিন এফ-সিক্সটিন জঙ্গি বিমান (ফাইল ফটো)আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকার ২০টি এফ-সিক্সটিন জঙ্গি বিমান ইরাকে ঢুকেছে। ইরাকি বার্তা সংস্থা ‘আল ইয়ুম আস-সামেন’-র বরাত দিয়ে অনলাইন পত্রিকা ‘বারাসানিউজ’ এ খবর দিয়েছে। পত্রিকাটি লিখেছে-আজ (বৃহস্পতিবার) কুয়েতের ‘আলি সালেম’ সামরিক ঘাঁটি থেকে ২০টি জঙ্গি বিমান ইরাকে ঢোকার পর আকাশে চক্কর দিয়েছে।
এসব বিমান ইরাকের উত্তরাঞ্চলীয় নেইনাভা প্রদেশে তৎপর জঙ্গিদের নিমূর্লের অভিযানে ইরাকি বাহিনীকে সহায়তা দেবে বলে খবরে উল্লেখ করা হয়েছে। নেইনাভা প্রদেশের পাশাপাশি সালাউদ্দিন ও আল-আনবার প্রদেশেও সন্ত্রাসবিরোধী অভিযানে অংশ নেবে এসব জঙ্গি বিমান।
এমন সময় ইরাকে মার্কিন জঙ্গি বিমান ঢোকার খবর প্রকাশিত হলো যখন আমেরিকা বলেছে- ইরাকি প্রধানমন্ত্রী নুরি আল-মালিকি ক্ষমতা থেকে সরে গেলেই কেবল ওয়াশিংটন তাকফিরি সন্ত্রাসীদের দমনের ক্ষেত্রে বাগদাদকে সহযোগিতা দেবে। বিশ্লেষকেরা বলছেন- আল-কায়েদা সমর্থিত তাকফিরি গেরিলারা আমেরিকারই সৃষ্টি। তারা একদিকে তাকফিরি গেরিলাদেরকে লেলিয়ে দিয়েছে, আবার অন্যদিকে তাদের দমনের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার কথা বলছে। তাদের প্রধান উদ্দেশ্য মুসলমানদের ধ্বংস করা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া