adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ইরাকে আইএসআইএল’র শীর্ষ সৌদি কমান্ডার নিহত

ইরাকে তৎপর আইএসআইএল সন্ত্রাসীরাআন্তর্জাতিক ডেস্ক : কথিত ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্যা লিভ্যান্ট বা আইএসআইএল’র এক শীর্ষ পর্যায়ের সৌদি কমান্ডার নিহত হয়েছেন। ইরাকের তিকরিত শহরে দেশটির সেনাবাহিনীর অভিযানের সময় নিহত হন এ কমান্ডার।
ইরানের ইংরেজি ভাষার নিউজ চ্যানেল প্রেস টিভি জানিয়েছে, তিকরিতের বাইজি এলাকায় গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যায় সেনা অভিযানের সময় আইএসআইএল সন্ত্রাসীদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয় এবং সৌদি কমান্ডার আবু খাবিব আল-জাযায়েরি নিহত হন।
এছাড়া, ইরাকি সেনাবাহিনী সালাহউদ্দিন প্রদেশের বালাদ শহরে বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে। এতে সালাহউদ্দিন প্রদেশের সবচেয়ে বড় তেল শোধনাগারের পূর্ণ নিয়ন্ত্রণ ফিরে পায় সেনাবাহিনী।
এর আগে, সরকারি বাহিনী রামাদি শহরের আবু তাইবান অঞ্চল এবং নেইনাভা প্রদেশের তাল-আফার শহরের প্রায় পুরো এলাকার নিয়ন্ত্রণ নেয়। গত সপ্তাহে ইরাকের পবিত্র শহর সামারায় সৌদি আরবের দুই সন্ত্রাসী নিহত হয়েছিল।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া