adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বিএসএফ’র গুলিতে বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত

ডেস্ক রিপোর্ট : লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বুধবার রাতে বিএসএফের গুলিতে শিমুল প্রধান (২৮) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।
বিজিবি ও এলাকাবাসী জানায়, বুধবার রাত ১০টার দিকে সাতজনের একদল গরু ব্যবসায়ী পাটগ্রাম উপজেলার শমসের নগর সীমান্তের ৮৬১ মেইন পিলারের ৭/৮ সাব পিলারের নিকট দিয়ে গরু আনতে যায়।
এ সময় ভারতীয় বিএসএফের ৩৫ ফালাকাটা চুয়াঙ্গারখাতা ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে পাঁচ রাউন্ড গুলি ছোড়ে। এতে অন্যরা পালিয়ে আসলেও বিএসএফে’র ছোড়া তিন রাউন্ড গুলি শিমুলের বুকে লাগে। এ সময় আহত অবস্থায় সে দৌড়ে বাংলাদেশের ২০০ গজ ভেতরে প্রবেশ করে মাটিতে লুটিয়ে পড়ে। পরে সঙ্গীরা তাকে পাটগ্রাম হাসপাতালে আনার পথে তিনি মারা যান।
নিহত শিমুল প্রধান পাটগ্রাম উপজেলার ধবলসুতি গ্রামের খানপাড়া এলাকার মৃত মফিজার রহমান প্রধানের ছেলে।
লালমনিরহাট ১৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শফিউল আলম খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহত শিমুল প্রধান বিএসএফের গুলিতে নিহত হয়েছে। এ ব্যাপারে প্রতিবাদপত্র পাঠানো ও পতাকা বৈঠকের আহ্বান জানানো হবে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া