adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের জয়, ইরান-নাইজেরিয়া ড্র জার্মানিতে পিষ্ট রোনালদোর পর্তুগাল

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন জার্মানি থেকে দুর্বল পর্তুগাল। কিন্তু এতোটা দুর্বল নয়, তা হলে এ,শোচনীয় পরাজয় কি রেড কার্ডের খেসারত। কোন কিছুই যেনো মেলাতে পারছেন না দলপতি ক্রিশ্চিয়ানো রোনালদো। জীবন্ত কিংবদন্তী ফুটবল ঈশ্বর ম্যারাডোনা বলেছিলেন, এবার জার্মানী ফাইনাল খেলবে। তারই নমুনা দেখা গেল পর্তুগালের বিরুদ্ধে জার্মানির আনায়াস জয়। হেসে খেলেই তারা ৪-০ গোলে হারিয়ে দেয় রোনালদোর পর্তুগালকে।
সোমবারের দ্বিতীয় ম্যাচে গোলশূন্য ড্র করেছে ইরান ও নাইজেরিয়া, আর শেষ ম্যাচে ঘানার বিপক্ষে নাটকীয় জয় তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র।
ইরান-নাইজেরিয়া : ইরান ও নাইজেরিয়ার মধ্যকার খেলা গোলশূন্য ড্র হয়।
যুক্তরাষ্ট্রের নাটকীয় জয় :
ঘানা ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ম্যাচে শুরুতেই ছিল চমক। মাত্র ৩১ সেকেন্ডের মাথায় ঘানার জালে বল পাঠিয়ে প্রথম চমক দেখান যুক্তরাষ্ট্রের অধিনায়ক ক্লিন্ট ডাম্পসি।
ডাম্পসির এ গোল এবারের বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম গোল এবং বিশ্বকাপের ইতিহাসের পঞ্চম দ্রুততম।

যুক্তরাষ্ট্রের এক গোলের পর প্রথমার্ধে আক্রমণ-পাল্টা আক্রমণের মধ্যেই সীমাবদ্ধ ছিল আমেরিকা-আফ্রিকার লড়াই।
শেষ পর্যন্ত ৮২ মিনিটের মাথায় আন্দ্রে আইয়ু গোল করে দলকে সমতায় ফেরান। আইয়ুর এ গোলে ঘানা শিবিরে স্বস্তির শ্বাস না ফেলতেই মাত্র চার মিনিটের মাথায় জন ব্র“কসের দুর্দান্ত এক গোলে ফের এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। শেষ মুহূর্তের এ গোল আর ফেরানোর সুযোগ পায়নি ঘানা। ফলে ম্যাচে ২-১ গোলে জয় পেয়ে মাঠ ছাড়ে যুক্তরাষ্ট্র।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া