adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নাও – খাওয়া শুরু কর

untitled-27_65939ডেস্ক রিপোর্ট : মানুষের মতো অন্য প্রাণীদের মধ্যেও স্নেহ, প্রেম-ভালোবাসা আছে। আছে সৌভ্রাতৃত্ববোধ। মানুষ এসব আবেগ স্বজাতি ছাড়িয়ে অন্য প্রাণী বা উদ্ভিদেও ছড়িয়ে দিতে পারে। অন্য প্রাণীর ক্ষেত্রে এটি তেমন দেখা যায় না। তাই বলে অন্য প্রজাতির প্রতি তারা যে আবেগে উদ্বেলিত হয় না, তা নয়। তারই প্রমাণ দিল অস্ট্রেলিয়ার একটি ওয়ালাবি। ক্যাঙ্গারুর মতো দেখতে তবে তার চেয়ে আকারে ছোট ওই প্রাণীটি নিজে না খেয়ে ঠোঙাভর্তি খাবার নিয়ে হাজির হয়েছিল ক্ষুধার্ত একটি কবুতরের সামনে। কবুতরটিও দ্বিধা-দ্বন্দ্ব ভুলে গোগ্রাসে গলাধঃকরণ করেছিল কোন আইসক্রিমের কাপে ভরা ওই খাবার।
সম্প্রতি অস্ট্রেলিয়ার ফিদারডেল এনিমেল পার্কে এ রকমই এক অভূতপূর্ব দৃশ্য ক্যামেরাবন্দি করেন সিডনির আলোকচিত্রী অ্যান ক্যামেরন। এ কাপটি আবার ওয়ালাবিকে দিয়েছিল ক্যামেরনেরই নাতনি। সাধারণত এ ধরনের পার্কে কবুতরকে খাবার দেওয়ায় নিষেধাজ্ঞা থাকে দর্শনার্থীদের ওপর। সেদিন কোনো কারণে বেশি ক্ষুধার্ত ছিল ওই কবুতরটি। খাবারের সন্ধানেই ইতস্তত ঘুরছিল এটি। ক্যামেরনের নাতনি আইসক্রিমের খোসায় ভরা খাবার ওয়ালাবিকে দেওয়ার পর তার নজর পড়ে বুভুক্ষু কবুতরের ওপর। দু’হাতে (সামনের দু’পা) ঠোঙাটি আঁকড়ে ধরে সে এগিয়ে যায় কবুতরের দিকে। তার সামনে ঠোঙাটি নামিয়ে রাখে। এ সময় ওয়ালাবির পেটের থলে থেকে মুখ বের করে গোটা ঘটনাই দেখে তার শাবক। প্রাণীদের মধ্যে এ ধরনের সহমর্মিতা দেখে বিমুগ্ধ হন ক্যামেরন। তিনি নিয়মিতই পরিবার নিয়ে চিডিয়াখানা ও পশুপার্ক পরিদর্শন করেন। ছবি তোলেন। কিন্তু কখনোই এ রকম দৃশ্য তার চোখে পড়েনি। মেইল অনলাইন

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া