adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পাঁচজনের লাশ সেন্টমার্টিনে

10a-indonesian-trawlerকক্সবাজার প্রতিনিধি : বঙ্গোপসাগরে মিয়ানমারের সীমান্ত এলাকায় সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে নিহত পাঁচজনের লাশ সেন্টমার্টিন দ্বীপে এসে পৌঁছেছে। এ ঘটনায় ৪০ জন গুলিবিদ্ধসহ ১১৯ জন আহত হয়েছেন বলে জানা গেছে। সন্ধ্যা ৬টা নাগাদ হতাহতদের বহনকারী ট্রলারটি সেন্টমার্টিন জেটি ঘাটে এসে পৌঁছায় বলে সেখানকার প্যানেল চেয়ারম্যান আব্দুর রহমাননিশ্চিত করেছেন। ঘটনার পর প্রাথমিকভাবে খবর ছড়ায়, মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির গুলিতে সাত বাংলাদেশি নিহত এবং কমপক্ষে ২০ জন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য টেকনাফে নেওয়া হচ্ছে বলে জানান আব্দুর রহমান। বুধবার বেলা ১১টার দিকে সেন্টমার্টিন দ্বীপ থেকে ১০ কিলোমিটার দূরে মিয়ানমার সীমান্তের নিকটবর্তী জলসীমায় এ ঘটনা ঘটে। নিহত পাঁচজনসহ ৩১১ জন বাংলাদেশি নাগরিক ট্রলারে করে অবৈধ পথে মালয়েশিয়া যাচ্ছিলেন। এ সময় ওই ট্রলার লক্ষ্য করে গুলি চালায় মিয়ানমারের একটি সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ। এতে পাঁচজন নিহত হন বলে জানান ট্রলারে থাকা যাত্রী নরসিংদীর মিঠুন। তবে নিহতদের বিস্তারিত পরিচয় তিনি জানাতে পারেননি। তিনি বলেন, সন্ত্রাসীরা তাদের ট্রলার লক্ষ্য করে বৃষ্টির মতো গুলি ছোড়ে। এতে এই হতাহতের ঘটনা ঘটে। তারা আতঙ্কিত অবস্থায় সমুদ্রে ভাসমান অবস্থায় থাকেন। কারণ, সন্ত্রাসীরা তাদের ট্রলারটি বিকল করে দেয়। সংবাদ পেয়ে দুপুর দেড়টা নাগাদ কোস্টগার্ড ও নৌবাহিনীর দুটি উদ্ধারকারী জাহাজ ঘটনাস্থলে পৌঁছায় এবং বিকল ট্রলারটি টেনে সেন্টমার্টিন দ্বীপে নিয়ে আসে। সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুর রহমান জানান, ঘটনাটি ঘটেছে সেন্টমার্টিন দ্বীপ থেকে প্রায় ১০-১৫ কিলোমিটার দক্ষিণ-পূর্ব এলাকার সমুদ্র জলসীমায়। তিনি আরো বলেন, নৌবাহিনীর যে জাহাজটি সেন্টমার্টিনের অদূরে অবস্থান করে, সেটি ঘটনাস্থলের দিকে এগিয়ে যাওয়ার আগেই মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসীরা পালিয়ে গেছে। ট্রলারের যাত্রী মিঠুন বলেন, ৩১১ জন যাত্রী নিয়ে বড় আকারের ট্রলারটি গত রাতে কক্সবাজার থেকে রওনা হয়। তিনিসহ যাত্রীরা সবাই অবৈধ পথে মালয়েশিয়ায় যাওয়ার চেষ্টা করছিলেন। সেন্টমার্টিন পার হওয়ার পর আরো যাত্রী ওঠানোর জন্য সেখানে অপেক্ষা করছিল ট্রলারটি। দীর্ঘক্ষণ অপেক্ষার কারণে যাত্রীরা খেপে যান এবং ট্রলারের চালকের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন। এ সময়ে পাচারকারী চক্রের সদস্যরা আরো দুটি ট্রলারে করে আসে। তারা সবাই মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী। এসেই বৃষ্টির মতো গুলি ছুড়তে থাকে সন্ত্রাসীরা। তাতেই হতাহতের ঘটনা ঘটে। মিঠুন জানান, এতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। গুলিবিদ্ধ ২০ জনের অবস্থাও বেশি ভালো নয়। তাদের আশঙ্কাজনক অবস্থায় টেকনাফ নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে বলে মিঠুন ফোনে জানান। তিনি আরো বলেন, যারা গুলিবিদ্ধ হয়েছেন তারা যন্ত্রণায় কাতরাচ্ছেন। কারো গুলি লেগেছে পেটে, কারো হাতে, বুকে কিংবা পায়ে। নিহতদের পরিচয় ও বিস্তারিত জানতে আরো সময় লাগবে বলে জানান সেন্টমার্টিনের প্যানেল চেয়ারম্যান আব্দুর রহমান।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া