adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বেড়ে গেছে আমেরিকা-ইসরাইল উত্তেজনা

বারাক ওবামার সঙ্গে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু (ডানে)আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের কথিত শান্তি আলোচনা ইস্যুতে আমেরিকা এবং ইহুদিবাদী ইসরাইলের মধ্যে সম্পর্কের টানাপড়েন বেড়েছে। আমেরিকা বলেছে, ফিলিস্তিনের নতুন সরকারের সঙ্গে তারা কাজ করে যাবে।
ওয়াশিংটনের এ ঘোষণায় ইসরাইল হতাশ হয়েছে বলে গত সপ্তাহে জানিয়েছেন আমেরিকায় নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূত রন দারমের। তিনি বলেছেন, হামাসের অংশগ্রহণেও ফিলিস্তিনি ঐক্য সরকারের সঙ্গে কাজ করবে বলে আমেরিকা যে ঘোষণা দিয়েছে তাতে তেল আবিব একদম হতাশ।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জেন সাকি গত সপ্তাহে বলেছিলেন, ইসরাইলের নতুন সরকারের সঙ্গে ওয়াশিংটন কাজ করবে এবং অর্থনৈতিক সহযোগিতা অব্যাহত রাখবে। তবে, ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস যে ঘোষণা দিয়েছেন তাও পর্যবেক্ষণে রাখবে আমেরিকা। মাহমুদ আব্বাসের উপস্থিতিতে গত সপ্তাহে পশ্চিম তীরের রামাল্লায় ঐক্য সরকার শপথ নেয়। রামি হামদাল্লাহর নেতৃত্বাধীন এ সরকারে রয়েছেন ১৭ জন মন্ত্রী যার পাঁচজন হচ্ছেন হামাসের নেতা।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া