adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্যারিসে অগ্নিকাণ্ডে বাংলাদেশি নিহতের আশঙ্কা

ডেস্ক রিপোর্ট : ফ্রান্সের রাজধানী প্যারিসের ওভারভিলার সেন্টার প্যারিসে বাংলাদেশি অধ্যুষিত এলাকায় আট তলা একটি বিল্ডিংয়ে আগুন লেগেছে। এ ঘটনায় তিনজন নিহত হয়েছেন যাদের একজন বাংলাদেশি বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সময় রাত সাড়ে আটটার সময় (বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টা) এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা যায়, ওই বিল্ডিংয়ের একটি ফ্ল্যাটের মেসে ১৪জন বাংলাদেশিসহ ৩টি ফ্লাটে বাংলাদেশি ফ্যামিলি বসবাস করেন।
অগ্নিকাণ্ডের শিকার বিল্ডিংয়ের পাশের বিল্ডিংয়ে অবস্থানকারী পারভেজ নামের একজন বাংলাদেশি জানিয়েছেন তিনি এক বাংলাদেশি মহিলাকে উদ্ধার করেছেন।
তবে আজাদ নামের অপর এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, অগ্নিকাণ্ডের ঘটনায় তিনজন মারা গেছেন। এদের দু’জন অগ্নিকাণ্ড থেকে বাঁচতে আতংকিত হয়ে উপর থেকে লাফ দিলে নিচে পড়ে মারা যান।
এদিকে অপর প্রত্যক্ষদর্শী জিয়া জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় মারা যাওয়া তিন জনের মধ্যে একজন বাংলাদেশি আছেন। তবে তাৎক্ষণিকভাবে নাম জানাতে পারেননি তিনি।
প্যারিস ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে এলেও ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া