adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সিএনজি স্টেশন মালিকদের ধর্মঘট স্থগিত

নিজস্ব প্রতিবেদক : দাবি পূরণের আশ্বাস পেয়ে পূর্বঘোষিত ধর্মঘট পালনের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন সিএনজি স্টেশন মালিকরা।
আগামী ২৪ অগাস্ট পর্যন্ত ধর্মঘট স্থগিত করা হয়েছে বলে সিএনজি স্টেশন মালিকদের সংগঠন বাংলাদেশ সিএনজি ফিলিং অ্যান্ড কনভারশন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জাকির হোসেন নয়ন জানিয়েছেন।
তিনি বলেন, শনিবার সকালে জ্বালানি মন্ত্রীর সাথে বৈঠকে দাবি পূরণের বিষয়ে আলোচনা হয়েছে। তিনি ১৪ অগাস্ট পর্যন্ত সময় চেয়েছেন। তাই আমরা আরো ১০ দিন সময় বাড়িয়ে ২৪ অগাস্ট পর্যন্ত ধর্মঘট মুলতবি করছি। কমিশন বাড়ানোসহ সাত দফা দাবিতে রোববার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য এ ধর্মঘট ডেকেছিলেন তারা।
গত ২৪ মে সংবাদ সম্মেলন করে তারা এই কর্মসূচি দিয়েছিলেন। তাদের দাবিগুলো হল- বর্ধিত বিদ্যুতমূল্য ও সিএনজি মালিকদের মার্জিন সমন্বয় করা, মালিকদের মার্জিন বৃদ্ধি করা,ফিড গ্যাসের বর্ধিত মূল্য নিরাপত্তা চেক জামানত রাখা, স্টেশন থেকে গ্যাস রেশনিং প্রথা প্রত্যাহার করা,প্রতিশ্র“ত ৫৮টি স্টেশনে গ্যাস সংযোগ দেয়া,সিএনজি স্টেশনে ইটিসি মিটার স্থাপন করা এবং সিএনজি খাত সংক্রান্ত সরকারি সব সিদ্ধান্তের সময় তাদের মতামত নেয়া।
দাবি পূরণ না হলে আগামী ২৫ অগাস্ট থেকে তাদের ধর্মঘট শুরু হবে বলে জানান নয়ন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া