গান শেখাবেন আশা ভোঁসলে
বিনোদন ডেস্ক : আশা ভোঁসলের কাছে গান শেখার সুযোগ পাচ্ছে নতুনরা। ভারতের জি বাংলা চ্যানেলের সঙ্গীত প্রতিযোগিতার অনুষ্ঠান ‘সারেগামাপা’-র এবারের আসরে গান শেখাবেন ভারতের কিংবদন্তি এই কণ্ঠশিল্পী৷ এ অনুষ্ঠানে মাসে দু'বার থাকছে বিশেষ পর্ব ‘মাস্টারক্লাস উইথ আশাজি’৷ ৬৬ পর্বের এই গানের রিয়্যালিটি শো শুরু হচ্ছে ১২ জুন৷
আশা বলেছেন, এক বছর আগে এই অনুষ্ঠানের একটি পর্বে এসে ভালো লেগেছিল৷ এ বছর মাসে দু’বার আসব৷ আবার এখানে আসতে পেরে আমার খুব ভালো লাগছে৷ এই অনুষ্ঠানের সব প্রতিযোগীই বেশ ভালো গায়৷ ওদের গান শুনব৷ পাশাপাশি ওদের বলব কী করতে হবে, কী করবে না৷ বলব এটা করো, ওটা কোরো না৷ বেশ কঠিন কাজ৷ কিন্তু আমাকে তো বলতেই হবে৷ কেউ কিছু মনে করবে না আশা করি৷’
বোঝা যাচ্ছে এবারের প্রতিযোগিতায় আশা ভোঁসলের ভূমিকা একটু অন্যরকম৷ সেই ভূমিকা বিচারকের পাশাপাশি সঙ্গীত শিক্ষিকারও৷ এবারের সেরা আকর্ষণ ‘মাস্টারক্লাস উইথ আশাজি’-এ অংশ নেওয়ার সুযোগ পাবে পারফরমেন্সের ভিত্তিতে বিচারকদের বেছে নেওয়া সেরা ছয় প্রতিযোগী৷ তাদের গানের ভুল-ত্রুটি শুধরে দেবেন আশা৷ এবারের আসরে প্রতিযোগীর সংখ্যা মাত্র ১৯৷ প্রতিযোগিতার মূল তিন বিচারক কুমার শানু,অলকা ইয়াগনিক ও হরিহরণ৷ সঞ্চালকের ভূমিকায় থাকছেন যথারীতি যিশু সেনগুপ্ত। জি বাংলায় ‘সারেগামাপা’ আসছে আগামী ১২ জুন থেকে বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত সাড়ে ১০টায়৷