adv
১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘বায়োস্কোপওয়ালা’ মোশাররফ করিম

‘বায়োস্কোপওয়ালা’ নাটকে মোশাররফ করিমবিনোদন প্রতিবেদক : এক সময় গ্রামে গ্রামে যাত্রা গান করে বেড়াতেন মোশাররফ করিম। এখন তিনি বায়োস্কোপওয়ালা। সারাদিন ঘুরে ঘুরে স্কুলের বাচ্চাদের বায়োস্কোপ দেখিয়ে বেড়ান। সময় বদলেছে। এখন বায়োস্কোপ কেউ দেখতে চায় না। তাই সংসারও চলে না তার। এ নিয়ে স্ত্রীর সঙ্গে তার দূরত্ব বাড়ছে দিন দিন। তাহলে কেন এ পেশা ছাড়ছেন না তিনি? এর পেছনে আছে মোশাররফের স্মরণীয় অতীত।
আগামী ঈদে এ ঘটনা জানা যাবে ‘বায়োস্কোপওয়ালা’ নাটকে। ইস্রাফিল বাবুর রচনা ও শাহজাহান সোহাগের পরিচালনায় এ নাটকে মোশাররফের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী হামিদ। সম্প্রতি পুবাইলে শেষ হয়েছে এর দৃশ্যধারণ।
মোশাররফ করিম বলেন, ‘এ নাটকে আমার চরিত্রের নাম মজনু। মানসিক যন্ত্রণা থেকে সে সিদ্ধান্ত নিয়েছে সারাজীবন বায়োস্কোপই দেখিয়ে যাবে। গল্পটা খুবই চমতকার।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া