adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আড়াই লাখ কোটি টাকার বাজেট অনুমোদন মন্ত্রিসভায়

নিজস্ব প্রতিবেদক : ২০১৪-১৫ অর্থবছরের জন্য দুই লাখ ৫০ হাজার ৫শ ছয় কোটি টাকার বাজেট প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। শেখ হাসিনার সভাপতিত্বে সংসদ ভবনের মন্ত্রিপরিষদ কে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেয়া হয়।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৪-১৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট মন্ত্রিপরিষদে সদস্যদের সামনে তুলে ধরেন। পরে সবার সম্মতিক্রমে এটির অনুমোদন দেয় মন্ত্রিপরিষদ।
প্রস্তাবিত এ বাজেটে ঘাটতি ধরা হয়েছে ৬৭ হাজার ৫৫২ কোটি টাকা। যা মোট জিডিপির ৫ শতাংশ। ঘাটতি মেটাতে ব্যাংক থেকে ঋণ নেয়া হবে ৩১ হাজার ২শ ২১ কোটি টাকা এবং বিদেশি সংস্থা থেকে নেয়া হবে ২৪ হাজার ২৭৫ কোটি টাকার ঋণ। ব্যাংক বহির্ভুত আর্থিক প্রতিষ্ঠানের (সঞ্চয়পত্র, বন্ড ইত্যাদি) মাধ্যমে ঘাটতির বাকিটা মেটানো হবে।     
মোট রাজস্ব আয় হবে ১ লাখ ৮২ হাজার ৯৫৪ কোটি টাকা। এরমধ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে করবাবদ আয় ধরা হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৭২০ কোটি টাকা। অনুন্নয়ন ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৫৪ হাজার ২৪১ কোটি টাকা। উন্নয়ন ব্যয় (এডিপি) ৮০ হাজার ৩১৫ কোটি টাকা।  

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া