adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, বিজিবির প্রতিবাদ

বিএসএফডেস্ক রিপোর্ট : ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্রীনাথপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।  
সোমবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম রিপন হোসেন (৩০)। তিনি মহেশপুর উপজেলার সরিষাঘাটা গ্রামের রায়হান উদ্দিনের ছেলে। 
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) চুয়াডাঙ্গা কোম্পানির কমান্ডার লে. কর্নেল এস এম মনিরুজ্জামান জানান, গরুর ব্যবসায়ী রিপনসহ চার-পাঁচজনের একটি দল সীমান্তের কাঁটাতারের বেড়া পার হয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। এ সময় ভারতের ফতেপুর ক্যাম্পের বিএসএফের সদস্যরা গুলি ছোড়েন। এতে ঘটনাস্থলেই নিহত হন রিপন। পরে সঙ্গীরা তার লাশ বাংলাদেশের ভেতরে নিয়ে আসেন।
মনিরুজ্জামান আরো বলেন, ‘আমরা বিএসএফের কাছে এ ঘটনার প্রতিবাদ জানিয়েছি। অভিযোগ অস্বীকার করেছে বিএসএফ। বিষয়টি নিয়ে ক্যাম্প কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক চলছে।
নিহত রিপনের লাশ শ্রীনাথপুর ক্যাম্পে রাখা হয়েছে। ভারতে নরেন্দ্র মোদীর সরকার ক্ষমতা গ্রহণের এক সপ্তাহের মাথায় বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত হওয়ার ঘটনা ঘটল।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া