adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আল্লামা শফী বললেন- ঈমান নিয়ে বাস করাই কঠিন

ডেস্ক রিপোর্ট : হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফী বলেছেন, ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র চলছে। ইসলামবিদ্বেষীদের কারণে ঈমান নিয়ে দেশে বাস করাটাই এখন কঠিন হয়ে পড়েছে। 
শুক্রবার বিকালে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার জামেয়া ইসলামিয়া নানুপুর ওবাইদিয়া মাদ্রাসায় দাওরায়ে হাদিস সমাপনী বর্ষের গ্রন্থ বোখারী শরিফের আখেরি দরস ও বিশেষ দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।  
আল্লামা শফী অভিযোগ করেন, দাড়ি-টুপি ও হিজাব পরিহিত মুসলমান নারী-পুরুষ নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন। আলেম-ওলামা ও কওমি মাদ্রাসার বিরুদ্ধে নানা কুৎসা রটানো হচ্ছে।
দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে সজাগ থাকার আহ্বান জানিয়ে তরুণ আলেমদের উদ্দেশে এই বর্ষীয়ান ইসলামি চিন্তাবিদ বলেন, নাস্তিকরা দেশে যা শুরু করেছিল, আর কিছুদিন যদি ওরা এসব চালু রাখত, তবে বাংলাদেশে ইসলাম ও ঈমান বাকি থাকত না।
দেশে নাস্তিক্যবাদ প্রতিষ্ঠা কোনোভাবেই সম্ভব নয় মন্তব্য করে হেফাজতের আমির ইসলামের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্রের ব্যাপারে সাধারণ মুসলমান ও ওলামা-মশায়েখদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া