adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ক্যালিফোর্নিয়ার রাস্তায় অন্যরকম ‘হাঙ্গার গেমস’, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক : বিখ্যাত হাঙ্গার গেমস সিনেমার সহকারী পরিচালকের ২২ বছর বয়েসী তরুণ পুত্র এলিয়ট রজার ক্যালিফোর্নিয়ায় নিজ অ্যাপার্টমেন্ট ও পরে ইসলা ভিসতায় ৬ জনকে হত্যাকরে। অতঃপর আত্মহত্যা করে। তদন্তকারী পুলিশ কর্মকর্তাদের মত। বিবিসি।
পিতা পিটার রজারের সহ-পরিচালনায় নির্মিত চলচ্চিত্র হাঙ্গার গেমসের কোন একটি দৃশ্যের মতই পুত্র এলিয়ট রজার অল্প সময়ের ব্যবধানে ঘটালেন পুরো ঘটনাটি।    
এলিয়ট রজা,  পুত্র, পিটার রজার আলোচিত চলচ্চিত্র হাঙ্গার গেমসএর সহকারী পরিচালক ছিলেন। তদন্তের পর পুলিশ এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। সেখানে বিবৃতিতে উল্লেখ করে, এলিয়ট রজার তার ৩ পুরুষ রুমমেটকে গুরুতর আহত করেন, যা ততণাত তাদের মৃত্যু ঘটায়। এ ঘটনা তাদের বসবাসকৃত অ্যাপার্টমেন্টে ঘটে।
এরপর এলিয়ট ক্যালিফোর্নিয়া শহরের ইসলা ভিসতায় একটি কালো বিএমডাব্লিউ (জার্মান বিলাসবহুল গাড়ি) নিয়ে উপস্থিত হন এবং পথচারীদের ওপর এলোপাতাড়ি গুলি ছুঁড়তে থাকেন।
পরে পুলিশের সঙ্গে এলিয়ট রজারের গুলি বিনিময় শুরু হয়। এক পর্যায়ে তাকে গাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। তার মাথায় গুলি লেগেছিল।
সান্তা বারবারা কাউন্টির শেরিফ বিল ব্রাউন বলেছেন, গোলাগুলির এক পর্যায়ে এলিয়ট আত্মহত্যা করেছে।
যুক্তরাষ্ট্রের আলোচিত এ অঙ্গরাজ্যে এ ঘটনা দারুণ চাঞ্চল্যের জন্ম দিয়েছে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া