adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘নূর হোসেনকে বলেছিলাম, আমি যেভাবে বলি সেভাবে কাজ করো : শামিম ওসমান

vlcsnap-2014-05-23-20h00m28s80নিজস্ব প্রতিবেদক : আলোচিত সাত খুনের ঘটনার প্রধান আসামি নূর হোসেনের সঙ্গে ফোনালাপের কথা স্বীকার করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। তিনি বলেন, ‘নূর হোসেনকে আমি আত্মসমর্পণের পরামর্শ দিয়েছিলাম।’ তিনি বলেন, ‘নুর হোসেনকে আমি বলেছিলাম, আমি যেভাবে তোমাকে বলি সেভাবে কাজ করো। আদালতের কাছে আত্মসমর্পন করো। তাহলে তোমাকে কেউ মেরে ফেলতে পারবেনা’।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। শামীম ওসমান বলেন, আমার ফোন সবসময় খোলা থাকে। যত রাতেই ফোন আসুক জেগে থাকলে ফোন ধরি। রাতে একটা ফোন আসছে, বললাম কে? বলল হোসেন। আমার অডিওতে কিছুটা এডিট করা হয়েছে। দুইজন পুলিশ অফিসার আমাকে বলেছিল, শামীম ভাই, যদি আপনার সাথে নুর হোসেন যোগাযোগ করে, আর সে যদি জড়িত নাই থাকে তাহলে আইনের হাতে তাকে আত্মসমর্পন করতে বলেন। সে হিসেবে আমি নুর হোসেনকে বললাম, তুমি যদি এই ঘটনায় জড়িত নাই থাকো, তোমার তো অনেক টাকা আছে, তুমি বাসেত মজুমদার বা খন্দকার মাহবুব সাহেব আছেন, আমি বলে দিচ্ছি, তুমি তাদের কাছে যাও ভাই এবং আদালতের কাছে আত্মসমর্পন করো। যখন তুমি কোর্টে আত্মসমর্পন করবা তখন তোমাকে কেউ মেরে ফেলতে পারবেনা।
 তিনি আরো বলেন, ‘আমার ভয় ছিল যে, নুর হোসেনকেও তো কেউ মেরে ফেলতে পারে। যেটা ভয় ছিল নজরুলের শ্বশুরেরও। কারণ সে বেঁচে থাকলে এবং ধরা পড়লে কারা কারা জড়িত ছিল সেটা বের হয়ে আসতো, যদি সে জড়িত থাকতো, আর অবশ্যই সে জড়িত আছে। আমি তাকে বললাম যে, তুমি যদি অপরাধী না হও তাহলে যাও আইনজীবীর কাছে। নুর হোসেন বললো, না ভাই আমি ঐ আইনজীবীর কাছে যাব না। কি যেন একজন আইনজীবীর কথা বলল, বললাম যে ঠিক আছে, যাও তাহলে ঐ আইনজীবীর কাছে। আমি যেভাবে সাজেশন দিই সেভাবে কাজ করো।
শামীম ওসমান বলেন, এরপর আমি নুর হোসেনের কাছে জানতে চাইলাম যে, তোমার পাসপোর্টে কি কোন দেশের ভিসা আছে? কারণ পার্টির হাইকমান্ড থেকে আমাকে জানতে চাইতে পারে নুর হোসেন কোথায় থাকতে পারে? সে বলল যে ভিসা নেই। আবার জানতে চাইলাম যে, কোনো দেশের ভিসায় নেই। তখন সে বলল ইন্ডিয়ার ভিসা আছে। সুতরাং সে যদি লিগ্যাল ভিসায়ও যায় তাহলে ইন্ডিয়া গেছে।
শামীম ওসমান বলেন, ‘একের পর এক আমার নেতাদের হত্যা করা হচ্ছে। যারা আমাকে ঘায়েল করার জন্য এ সব ঘটনা ঘটাচ্ছে তারা আমার চেয়ে শক্তিশালী। আমি আমার নেতাকর্মীদের রা করতে পারি না। সুতরাং আমার রাজনীতি ছেড়ে দেওয়া উচিত।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া