adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

চীনা কোম্পানি পেল পদ্মাসেতুর কাজ

নিজস্ব প্রতিবেদক : বহুল আলোচিত পদ্মাসেতুর নির্মাণের কাজ পেল চীনা প্রতিষ্ঠান চাযয়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি। বৃহস্পতিবার ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ১২ হাজার ১৩৩ কোটি ৩৯ লাখ টাকার কাজটি ওই চীনা প্রতিষ্ঠানকে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
আগামী অক্টোবরে সেতুর কাজ শুরু হওয়ার কথা রয়েছে। তার আগে বাংলাদদেশের সঙ্গে কোম্পানিটির চুক্তি হওয়ার কথা জুনে। তবে প্রধানমন্ত্রীর জাপান সফর শেষে দেশে আসার পর মন্ত্রিসভা বৈঠকে বিষয়গুলো চূড়ান্ত হবে বলে জানা গেছে।
বিকেলে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি আরো জানান, পদ্মাসেতুর কাজ শেষ করতে চার বছর সময় লাগবে। আর অবকাঠামোর স্থায়িত্ব হবে একশ বছর। অর্থমন্ত্রী বলেন, পদ্মাসেতু নির্মাণে বঙ্গবন্ধু সেতু (যমুনা সেতু) নির্মাণের অভিজ্ঞতা কাজে লাগানো হবে।
নির্মাণ প্রতিষ্ঠানের সঙ্গে দুর্নীতির অভিযোগে এর আগে বিশ্বব্যাংক পদ্মাসেতু নির্মাণ প্রকল্পের অর্থায়ন বাতিল করেছে। আবার যদি তেমন ঘটনা ঘটে তাহলে বিষয়টি দেখভাল করবে কে? সাংবাদিকদের এমন প্রশ্নে অর্থমন্ত্রী বলেন, নির্মাণ প্রতিষ্ঠান বা ব্যক্তি বিরুদ্ধে যদি আবারো দুর্নীতির অভিযোগ ওঠে তাহলে সেটি তত্ত্বাবধান করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া