adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চাকরিরত অবস্থায় মৃত্যু হলে আনসার সদস্যের পরিবার পাবে ১০ লাখ টাকা

ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কমডেস্ক রিপোর্ট : দায়িত্ব পালন করতে গিয়ে কোনো আনসার সদস্যের মৃত্যু হলে তার পরিবারকে এককালীন ১০ লাখ টাকা নগদ অর্থ সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল নাজিম উদ্দিন।
মঙ্গলবার বেনাপোল স্থলবন্দরে অবস্থিত আনসার ভবনে বন্দর নিরাপত্তায় কর্মরত আনসার সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
আনসার বাহিনীর মহাপরিচালক বলেন, দেশে বিভিন্ন স্থানে কর্তব্যরত আনসার সদস্যদের মধ্যে প্রতি বছর গড়ে ৫০ থেকে ৬০ জন মারা যান। আমি যোগদানের আগে মৃতদের পরিবার কোনো আর্থিক সাহায্য পেতনা। এখন তারা পাচ্ছেন এক লাখ টাকা। 
তিনি আশ্বাস দিয়ে বলেন, যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তাতে এ বছরের পর থেকে কোনো সদস্যের মৃত্যু হলে তার পরিবার এককালীন ১০ লাখ টাকা পাবেন।
সভা শেষে বিকেল ৫টায় তিনি বন্দর এলাকা পরিদর্শন করে বেনাপোল ত্যাগ করেন। এ সময় তার সঙ্গে আনসার বাহিনীর রেন্স পরিচালক আকবার আলী, জেলা কমান্ডার নাজিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া