adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

তিস্তা চুক্তিতে বিরোধীতা করার ক্ষমতা হারিয়েছেন মমতা

mamatainnerডেস্ক রিপোর্ট : ভারতে ১৬তম লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে নরেন্দ্র মোদির দল বিজেপি। আর এতে তিস্তাচুক্তিতে বিরোধিতার ক্ষমতা হারিয়েছেন পশ্চিমবঙ্গের সেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। যার জন্য এতদিন আটকে ছিল বাংলাদেশ-ভারতের মধ্যকার বহুল প্রত্যাশিত তিস্তার পানিবণ্টন চুক্তি।
মোদীর নেতৃত্বে ভারতে নতুন সরকার গঠনের প্রক্রিয়ায় তিস্তা নদীর পানিবণ্টন চুক্তি সই করার বিষয়ে নতুন করে সম্ভাবনা দেখা দিয়েছে। লোকসভায় বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা থাকায় এই চুক্তি সইয়ে মমতা ব্যানার্জির সমর্থন প্রয়োজন নেই। পাশাপাশি শেখ হাসিনার সরকারের প্রতি বিজেপি নেতৃত্বাধীন নতুন সরকারের সম্ভাব্য নীতিনির্ধারকদের সরকারের ইতিবাচক মনোভাব থাকায় তিস্তা নিয়ে নতুন করে আশার আলো দেখা যাচ্ছে।
দিল্লির প্রখ্যাত সাংবাদিক হিরন্ময় কার্লেকার এ বিষয়ে বলেন, ‘বাংলাদেশের প্রতি নরেন্দ্র মোদির সরকারের সমর্থন ভারতে আগের সরকারের চেয়ে বেশি হবে। ভারতে নতুন সরকারের আমলে তিস্তা চুক্তিটি সই হওয়ার সম্ভাবনাও আগের সরকারের চেয়ে বেশি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরোধিতার কারণে ওই সময়ে তিস্তা চুক্তি সই হয়নি। তৃণমূল কংগ্রেস আগের সরকারের জোটের অংশীদার ছিল বিধায় মমতাকে উপেক্ষা করতে পারেনি মনমোহন সরকার। এ সরকারের সেই ভয় থাকবে না।’
ভারতে নতুন সরকার তিস্তার ব্যাপারে মমতাকে সঙ্গে না নিয়েই অগ্রসর হবে কিনা জানতে চাইলে কার্লেকার বলেন, ‘মমতাকে সঙ্গে নেয়ার কোনো প্রয়োজন নেই। তবে তিনি যদি নিজে থেকে সমর্থন দেন তাহলে কোনো কথা নেই। এ ইস্যুতে নিজের থেকে সমর্থন না দিয়ে গায়ে পড়ে ঝগড়া করতে এলে বিদেশ নীতির ব্যাপারে নতুন সরকার তার নাক গলানো সহ্য করবে না।’
ভারতের বাংলাদেশ নীতির বিষয়ে ওয়াকিবহাল এই সাংবাদিক আরও বলেন, ‘আমি যতটা খবর পাচ্ছি, বাংলাদেশের বিষয়ে বিজেপি সরকার প্রচণ্ড ইতিবাচক মনোভাব পোষণ করে। বিশেষ করে শেখ হাসিনাকে বিজেপি ভারতের ঘনিষ্ঠ বন্ধু বলে মনে করে। ফলে এ বিষয়ে বাংলাদেশের দুশ্চিন্তার কোনো কারণ নেই।’
এদিকে কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশনের একজন কূটনীতিক নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ‘কংগ্রেস আমলে মমতার সঙ্গে কেন্দ্রীয় সরকারের বিরোধ ছিল মূলত আর্থিক প্যাকেজ নিয়ে। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারকে চাহিদামতো অর্থ বরাদ্দ না দেয়ার কারণে মমতা তিস্তা চুক্তির বিরোধিতা করেন। মমতা ব্যানার্জি অবশ্য তিস্তা ইস্যুতে নতুন করে কোনো অবস্থান এখনও ব্যক্ত করেননি।’
তিনি আরও বলেন, ‘তিস্তার বিষয়ে মমতাকে সঙ্গে নিয়ে অগ্রসর হতে চাইলে বিজেপি সরকারকেও তার সঙ্গে কোনো একটা বোঝাপড়ায় যেতে হবে। সেটা এখনও স্পষ্ট হয়নি।’
লোকসভায় একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় মমতাকে সঙ্গে নেয়া কেন প্রয়োজন জানতে চাইলে ওই কূটনীতিক বলেন, ‘যদিও তিস্তা চুক্তির বিষয়ে মমতার সমর্থন বাধ্যতামূলক নয়। কিš‘ মমতার তৃণমূল কংগ্রেস কেন্দ্রীয় সরকারে না থাকলেও লোকসভায় তাদের শক্তিশালী উপস্থিতি থাকবে। তৃণমূল ২০১৬ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গে ক্ষমতায় থাকবে। ফলে এ ধরনের চুক্তির বিষয়ে পশ্চিমবঙ্গের একটা বক্তব্য থাকবে।’ তবে ওই কূটনীতিক অবশ্য স্বীকার করেন, বিজেপি চাইলে এবার তিস্তা চুক্তি সই করা এখন আগের চেয়ে অনেক সহজ হবে।
তিস্তা চুক্তি সই করার লক্ষ্যে নতুন করে প্রস্তুতি গ্রহণ করছে বাংলাদেশ সরকার। ভারতে নরেন্দ্র মোদির সরকারকে শুভেচ্ছা জানাতে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী দিল্লি সফরে যাচ্ছেন। এ সফরে রাজনৈতিক পর্যায়ে প্রাথমিক আলাপ-আলোচনা হবে। তারপর তিস্তা চুক্তি সই করার লক্ষ্যে যৌথ নদী কমিশন (জেআরসি) বৈঠক করার লক্ষ্যে নতুন করে প্রস্তাব দেয়া হবে।
বিষয়টি সম্পর্কে জানতে চাইলে জেআরসি সদস্য মীর সাজ্জাদ হোসেন বলেন, ‘ভারতে নতুন সরকার গঠিত হওয়ার পর পানিসম্পদমন্ত্রী নতুন করে জেআরসি বৈঠকের জন্য ভারতের পানিসম্পদমন্ত্রীর কাছে আমন্ত্রণপত্র পাঠাবেন। ২০১০ সালে সর্বশেষ দিল্লিতে জেআরসি বৈঠক হয়েছিল। তারপর ৩৮তম বৈঠক ঢাকায় করার জন্য আগেই চিঠি পাঠিয়েছি। কিন্তু ভারতে নতুন সরকার হওয়ায় আবার আমন্ত্রণ জানানো হবে।’
ভারতের তদানীন্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং ২০১১ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ সফরের সময়ে তিস্তা চুক্তি সই হওয়ার কথা ছিল। ওই সময়ে তিস্তায় প্রাপ্ত পানির ২০ শতাংশ নদীর স্বাভাবিক প্রবাহের জন্য ছেড়ে দিয়ে অবশিষ্ট পানি দুই দেশ সমান ভাগ করে নেবে বলে ঢাকা ও দিল্লি সম্মত হয়। কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আপত্তির কারণে শেষ পর্যন্ত এই চুক্তি সই হয়নি।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া