adv
১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গণবিস্ফোরণে সরকার পতনের অপেক্ষায় বিএনপি

ডেস্ক রিপোর্ট : এখন পর্যন্ত সরকারবিরোধী কঠোর কোনো আন্দোলন কর্মসূচির পরিকল্পনা নেই বিএনপির৷ তারা স্বাভাবিক সভা, সমাবেশ, অনশন চালিয়ে যাবে৷ তবে নেতারা মনে করছেন, দেশের যা পরিস্থিতি তাতে ‘গণবিস্ফোরণ’ ঘটবে৷ তাতেই সরকার পতন হবে৷
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু বলেন, বিএনপি ধারাবাহিক আন্দোলনেই আছে৷ চূড়ান্ত আন্দোলন দিনক্ষণ ঠিক করে হয় না৷ আর বিএনপি নেতা আহমেদ আজম খান বলেছেন, ভবিষ্যত আন্দোলনের রূপরেখা এখনো ঠিক হয়নি৷
৫ জানুয়ারির একপাক্ষিক নির্বাচন বর্জনের পর বিএনপি সরকার পতনের আন্দোলন শুরু করার কথা বলছে বার বার৷ সবশেষ তারা বলেছিল উপজেলা নির্বাচনের পর চূড়ান্ত আন্দোলনে যাবে৷ নির্বাচনে অংশ নিয়ে একারণেই তারা নেতা-কর্মীদের চাঙ্গা করছেন৷
সোমবার ৬ষ্ঠ ধাপের নির্বাচনের মধ্য দিয়ে সব উপজেলা পরিষদের নির্বাচন শেষ হয়েছে৷ কিন্তু চূড়ান্ত আন্দোলনের কোনো প্রস্তুতি দেখা যাচ্ছে না বিএনপিতে৷
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু বলেন, বিএনপি আন্দোলনের মধ্যেই আছে৷ ৫ জানুয়ারির নির্বাচনের পর বিএনপি প্রতিবাদ সমাবেশ, অনশন এবং তিস্তার পানির দাবিতে লংমার্চ করেছে৷ সামনে শ্রমিক মহাসমাবেশ হবে৷ আর শনিবার আইনজীবীদের মহাসমাবেশ ডাকা হয়েছে খুন, গুম, অপহরণের প্রতিবাদে৷ তবে জনগণের প্রত্যাশা অনুযায়ী চূড়ান্তভাবে সরকার পতনের আন্দোলনে আরো সময় লাগবে৷
তিনি বলেন, ‘‘তাদের ৬০০ নেতা-কর্মীকে কারাগারে পাঠানো হয়েছে, ৩১০ জন নেতা-কর্মী নিখোঁজ৷ সরকার বিএনপির সাংগঠনিক শক্তিকে নানাভাবে দুর্বল করতে চাইছে৷ এই দুর্বলতা কাটিয়ে উঠে সংগঠনকে চূড়ান্ত আন্দোলনমুখী করতে সময় লাগছে৷
তবে দুদু মনে করেন, দেশের মানুস ফুঁসে উঠছে৷ খুন, গুম, অপহরণে দেশের মানুষ অতিষ্ঠ৷ এই সরকারকে তারা আর ক্ষমতায় দেখতে চায় না৷ মানুষের এই ক্ষোভই একসময় বিক্ষোভে পরিণত হবে, দেশে গণবিস্ফোরণ ঘটবে৷ তখনই সরকারের পতন হবে৷ দিনক্ষণ দিয়ে সরকার পতনের আন্দোলন হয় না৷
এদিকে বিএনপি চেয়ারপার্সনের আরেক উপদেষ্টা আহমেদ আজম খান বলেন, পরবর্তী আন্দোলন কেমন হবে তা এখনো নির্ধারণ করা হয়নি৷ তবে বিএনপির নীতি নির্ধারক স্থায়ী কমিটির সদস্যরা সহসাই বৈঠকে বসবেন৷ তারাই ঠিক করবেন পরবর্তী আন্দোলনের রূপরেখা৷ বিএনপির তৃণমূলের নেতা-কর্মীরা গত কয়েক মাস উপজেলা নির্বাচন নিয়ে ব্যস্ত ছিলেন৷ তাই সরকার পতনের আন্দোলন শুরু করা যায়নি৷ তিনি বলেন, তবে দেশে যে অসহনীয় অবস্থা বিরাজ করছে তাতে এই সরকারকে বিদায় না করা পর্যন্ত শান্তি আসবে না৷- ডিডিব্লিউ।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া