adv
১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘ভারতে সরকার পরিবর্তনে আপনারা কি ভয় পেয়েছেন?’

নিজস্ব প্রতিবেদক : ‘ভারতের ১৬তম লোকসভা নির্বাচনের ফলাফলে উল্লাসের কিছু নেই’ উল্লেখ করে সরকারের উদ্দেশে প্রশ্ন রেখে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারতের নির্বাচনে নার্ভাস হয়ে গিয়ে এত কথা বলছেন কেন। আপনারা কি ভয় পেয়েছেন। তাদের নির্বাচন নিয়ে এত উল্লসিত হওয়ার কী আছে।’
রোববার দুপুরে জাতীয় প্রেসকাবের ভিআইপি লাউঞ্জে এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন। ঐতিহাসিক ফারাক্কা লংমার্চের ৩৮তম বার্ষিকী উপলে ‘ভারতের কঠোর পানি আগ্রাসনের কবলে বাংলাদেশ: পরিত্রাণের উপায় ও আশু করণীয় নির্ধারণ’ শীর্ষক বৈঠকের আয়োজন করে আগ্রাসন প্রতিরোধ জাতীয় কমিটি।
মির্জা ফখরুল বলেন, ‘সরকারের মন্ত্রী-বাহাদুররা এখন নার্ভাস হয়ে গেছে। কারণ তাদের জনগণের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আওয়ামী লীগ আর আগের মতো নেই। সরকারের উদ্দেশে প্রশ্ন রেখে তিনি বলেন, ‘বিএনপির নেতারা কিছু না বললেও আপনারা কেন এত কথা বলছেন। ভয় পেয়েই কি এটি করছেন।’
মির্জা ফখরুল বলেন, ‘আপনাদের দাসসুলভ মনোভাবের কারণে, তাদের ওপর নির্ভরশীলতার কারণে এখন তাদের ফল দেখে আপনারা নার্ভাস হয়ে গেছেন। তিনি বলেন, ‘ভারতের নির্বাচনের ফলাফলে বিএনপি নাকি উল্লসিত হয়েছে, উজ্জ্বীবিত হয়েছে! কোথায় দেখলেন? ভারত একটি গণতান্ত্রিক দেশ।’
তিনি আরও বলেন, ‘ভারত নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করবে। তাদের সঙ্গে আমাদের যে সমস্যাগুলো রয়েছে, সেগুলো মোকাবেলা করতে নতুন সরকার উদ্যোগ নেবেন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, আপনাদের বক্তব্য থেকে বোঝা যায়, আপনারা ভয় পেয়েছেন।
মির্জা ফখরুল বলেন, ভারত নিজেদের জমিগুলোকে উর্বর করতে আমাদের পানি ব্যবহার করছে। পানি, অর্থনীতি, রাজনীতি- সবকিছুতে ভারতের আগ্রাসনের শিকার আমরা। তবে ভারতকে দোষারোপ করে লাভ নেই। আমরা কী সঠিকভাবে আগ্রাসনের বিষয়গুলো উপলব্ধি করতে পেরেছি? বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল) সভাপতি এ.এইচ.এম কামরুজ্জামান খানের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বাংলাদেশ কল্যাণ পার্টির সভাপতি মেজর জেনারেল (অব সৈয়দ মো. ইব্রাহীম, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা প্রমুখ বক্তব্য দেন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া