adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব রাখবে মোদী সরকার

ডেস্ক রিপোর্ট : ভারতের নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হওয়ার পর বিজয়ী ভাষণে বিজেপি নেতা নরেন্দ্র মোদি প্রতিবেশী বাংলাদেশ সম্পর্কে একটি কথাও বলেননি। 
নির্বাচনী জনসভাগুলোতে কোথাও কোথাও বাংলাদেশ সম্পর্কে কঠোর মনোভাব দেখালেও নির্বাচিত হওয়ার পর তার ছিটেফোঁটাও লক্ষ্য করা যায়নি। তবে বাংলাদেশ তথা প্রতিবেশি দেশগুলোর সঙ্গে সম্পর্ক কেমন হবে সে নিয়ে কথা বলেছেন বিজেপি’র একজন মুখপাত্র। 
সিএনএন দেওয়া সাক্ষাতকারে এই মুখপাত্র বলেছেন, নরেন্দ্র মোদি নির্বাচিত হওয়ার পর তার কাছে প্রথম অভিনন্দনটিই আসে বাংলাদেশ থেকে। এরপর পাকিস্তানের অভিনন্দন পান তিনি। 
ওই মুখপাত্র এসময় বিজেপি’র সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ির বক্তব্য স্মরণ করে বলেন, ‘প্রতিবেশী দেশের নীতি পাল্টে দেওয়ার সুযোগ কারো নেই।’ 
এই মুখপাত্র বেশ জোর দিয়েই বলেন, মোদির সরকারও প্রতিবেশীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবে। 
শুক্রবার ৩৩৯ আসনের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ভারতের লোকসভা নির্বাচনে জয়ী হয় বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট। জয়ের পর দেশটির প্রধানমন্ত্রী হতে চলেছেন নরেন্দ্র মোদি। শুক্রবার বিকেলেই নরেন্দ্র মোদীকে তার এই নিরঙ্কুশ বিজয়ের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের জনগণকেও শুভেচ্ছা জানান তিনি।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া