adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিজেপির শুধু বিজ্ঞাপনেই খরচ ৫০০০ কোটি রুপি

আন্তর্জাতিক ডেস্ক : শুধুমাত্র বিজ্ঞাপনের পেছনেই বিজেপি এবার খরচ করেছে প্রায় পাঁচ হাজার কোটি রুপি৷ বিভিন্ন সূত্র থেকে এমন খবর মিলেছে৷ এটা বিজ্ঞাপন বাবদ কংগ্রেসের বাজেটের প্রায় চার গুণ৷ দলের বিজ্ঞাপনের দায়িত্ব সামলাচ্ছে যে সংস্হা, সেই ম্যাডিসন ওয়ার্ল্ড-এর স্যাম বালসারা মুখ খুলতে চাননি৷
তবে নাম প্রকাশে অনিচ্ছুক বিজেপির এক বর্ষীয়ান মিডিয়া ম্যানেজার বলেছেন, দল বিজ্ঞাপন বাবদ  চার হাজারর ৫০০ কোটি রুপি খরচ করবে বলে প্রাথমিকভাবে পরিকল্পনা করেছিল৷ এছাড়া ৫০০ কোটি রুপি সরিয়ে রাখা হয়েছে জরুরি প্রয়োজনে খরচের জন্য৷ তিন মাস ধরে দেশের বিভিন্ন জায়গায় বিজেপির স্থায়ী হোর্ডিংয়ের সংখ্যা ছিল ১৫ হাজার৷ 
তুলনামূলকভাবে অপরিচিত জায়গায় হোর্ডিং-পিছু মাসে খরচ ২ থেকে ৩ লাখ রুপি হলেও, মুম্বাইয়ের নরিম্যান পয়েন্টে সেই খরচই গিয়ে দাঁড়ায় মাসে ২০ লাখ রুপি৷ হিসাবমতো বিজেপি এই ১৫ হাজার স্হায়ী হোর্ডিয়ের জন্যই খরচ করেছে দুই হাজার ৫০০ কোটি রুপি৷ এছাড়া দেশের সেরা ৫০টি জাতীয় এবং আঞ্চলিক সংবাদপত্রে নির্বাচন চলাকালীন প্রতিদিন ৪ থেকে ৫টি করে বিজ্ঞাপন দিয়েছে তারা৷ এর খরচ আরও ৫০০ কোটি রুপি৷ আরও ১৫০ কোটি রুপির বিজ্ঞাপন দেওয়া হয়েছে বিভিন্ন ম্যাগাজিনে৷ পাশাপাশি টিভি চ্যানেলে হিন্দি, ইংরেজি এবং আঞ্চলিক ভাষায় প্রায় ২০০০ স্পট বিজ্ঞাপন কিনে রেখেছিল বিজেপি৷ সাধারণত জনপ্রিয় বিনোদন চ্যানেলে ৩০ সেকেন্ডের একটি স্পটের খরচ ৮০,০০০ রুপি৷ সেদিক থেকে টিভি বিজ্ঞাপনে দলের খরচ হয়েছে প্রায় ১০০০ কোটি রুপি৷ এছাড়াও টি-২০ বিশ্বকাপে দল খরচ করেছে প্রায় ১৫০ কোটি৷ এছাড়াও রয়েছে ফেস্টুন, ব্যানার, লিফলেট বাবদ খরচ৷ 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া