adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শাহরুখের ‘অ্যাক্টিং জ্ঞান’

বিনোদন ডেস্ক : বলিউড সুপারস্টার শাহরুখ খান শুক্রবার টুইটারে অভিনয়শৈলীর কিছু দিক শেয়ার করেন ভক্ত এবং ফলোয়ারদের সঙ্গে।
‘অ্যাকটিং জ্ঞান’ শিরোনামের দুটি টুইটে তিনি লিখেছেন:
১. অভিনয় বলতে সেটা প্রকাশ করা বোঝায়, যেটা তোমার বোঝার বাইরে, অর্থাৎ এমন কিছু না যেটা তুমি জানো। যদি তুমি সত্যটা জানো, তাহলে সেটা হবে সত্য, অভিনয় নয় (দ্যাটস ফ্যাক্টিং, নট অ্যাক্টিং)।
২. অভিনয় হচ্ছে হারাবে জেনেও হৃদয় কে উতসর্গ করা, মিথ্যাকে সত্য মনে করা, জ্ঞাতসারে ক্ষণস্থায়ীকে চিরস্থায়ী ভাবা।
হিন্দি ছবির এই মেগাস্টার মঞ্চনাটক থেকে উঠে এসেছেন। ১৯৮০-র দশকের শেষ দিকে তার ক্যারিয়ারের শুরুতে টিভি সিরিজ ‘ফৌজি’ ও ‘সার্কাস’-এ অভিনয় করেন, যা সমালোচকদের প্রশংসা পায়।
মূলধারার ফর্মুলা ব্লকব্লাস্টারের পাশাপাশি ‘দিল সে’, ‘হে রাম’, ‘পাহেলি’, ‘চাক দে ইন্ডিয়া’-র মতো ছবিতে তার কাজ প্রশংসিত হয়। ডার’, ‘বাজিগার’ ও ‘আনাজাম’-এর মতো ছবিতে ‘অ্যান্টি হিরো’-র ভূমিকায় দেখা গেছে এ বছর ৪৮-এ পা দেওয়া এই অভিনেতাকে।
শাহরুখ খান এখন কাজ করছেন বন্ধু ফারাহ খান পরিচালিত ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবিতে।
টুইটারে বলিউডের 'কিং খান' হিসেবে অভিহিত তারকার ফলোয়ার সংখ্যা ৭৫ লাখ।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া