adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কালোগ্লাসের গাড়ির বিরুদ্ধে অভিযান চলছে

 

ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে কালোগ্লাসের গাড়ির বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে রোববার সকাল থেকে এ অভিযান শুরু করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক সার্জেন্টরা।
সরেজমিনে দেখা গেছে, সকাল থেকে রাজধানীর মগবাজার, রামপুরা, শাহবাগ, পল্টন, ফার্মগেটসহ প্রতিটি রাস্তায় ট্রাফিক পুলিশের এ অভিযান চলছে। 
অনেক ক্ষেত্রে দেখা গেছে, কালোগ্লাসের গাড়ি আটক করে পরে লাগানো গ্লাসের কালো আবরণটি তুলে মামলার কাগজপত্রের সঙ্গে যুক্ত করে দিচ্ছেন।
অভিযান প্রসঙ্গে রামপুরা ট্রাফিক পুলিশের কর্তব্যরত সার্জেন্ট এনামুল হক জানান, তিনি এখন পর্যন্ত কালোগ্লাসের গাড়িবিরোধী অভিযানে তিনটি মামলা দায়ের করেছেন। 
তিনি বলেন, নোটিশ দেওয়ার পরও যারা গাড়িতে স্বচ্ছ কাচ ব্যবহার করছেন না, আমরা তাদের বিরুদ্ধে এ অভিযান শুরু করেছি।
এনামুল জানান, যে গাড়িগুলোতে নির্মাণের সময়ই কালোগ্লাস লাগানো হয়েছে সেসব গাড়ির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তিনি বলেন, কালোগ্লাসের গাড়ির বিরুদ্ধে পদক্ষেপ নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে আমরা সেটা মেনে চলছি।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া