adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দুদকের দুই কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

নিজস্ব প্রতিবেদক : বিভিন্ন অভিযোগের কারণে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দুজন উপ-পরিচালককে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। এরা হলেন- মো. আহসান আলী এবং শফিকুল ইসলাম।
রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ কামরুল হাসানের স্বারিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। 
প্রজ্ঞাপনে বলা হয়েছে, দুর্নীতি দমন কমিশনের ০৩/২০১৪ নম্বর সভায় দুদকের দুই উপ-পরিচালকের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় তাদের বাধ্যতামূলক অবসর প্রদানের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। 
গণকর্মচারী (অবসর) আইন ১৯৭৪ এর ৯ (২) ধারায় প্রদত্ত মতাবলে সরকার তাদের দুর্নীতি দমন কমিশনের চাকরি থেকে অবসর প্রদান করেছে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়। তবে তারা বিধি মোতাবেক অবসরজনিত সুবিধাদি পাবেন।
এদিকে রোববার দুদকের উচ্চ পর্যায়ের সূত্র দুই কর্মকর্তার বাধ্যমূলক অবসরের বিষয়টি নিশ্চিত করে জানায়, বাধ্যতামূলক অবসরে যাওয়া কমিশনের ওই দুই কর্মকর্তার বিরুদ্ধে অভ্যন্তরীণ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ছিল। তাদের নিয়ে কমিশনে একাধিক বার বৈঠকও হয়েছে। বিভিন্ন স্থানে বদলির পর এবার তাদের বাধ্যতামূলক অবসর প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া