adv
১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফিল্মি স্টাইল : ট্রেন থামিয়ে চালককে তুলে নিলো ছাত্রলীগ


ডেস্ক রিপোর্ট : এক মাস আগে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক নাসির করিম বাবুলকে জুতার মালা পড়িয়ে লাঞ্ছিত করার প্রতিবাদে বুধবার সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী (চবি) একটি শাটল ট্রেনের চালককে ফিল্মি কায়দায় তুলে নিয়ে যায় নাসির সমর্থক ছাত্রলীগের কর্মীরা।আজ বুধবার সকাল ৮টার দিকে ট্রেনটি নগরীর ষোলশহর রেলস্টেশনে পৌঁছলে ট্রেনটি আটকে দেন চবি ছাত্রলীগের একাংশের কর্মীরা। এসময় তারা চালককে ট্রেন থেকে নামিয়ে তাকে তুলে নিয়ে চলে যান। এ ঘটনায় ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
একই সময়ে নগরীর ষোলশহর, দামপাড়া, দুই নম্বর গেট, জিইসি মোড়, মন্দির হাটে বিশ্ববিদ্যালয়গামী শিক্ষকবহনকারী পাঁচটি বাসের চাকা পাংচার করে দিয়েছেন নাসিরের অনুসারীরা।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা এস এম আলাউদ্দিন এসব ঘটনার দায় স্বীকার করে বলেন, ‘আওয়ামী লীগ নেতা নাসিম করিম বাবুলকে ছাত্রলীগ লাঞ্ছিত করার ঘটনায় কেন্দ্রীয় ছাত্রলীগ ব্যবস্থা নিলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের আশ্রয় দিয়ে যাচ্ছে।
‘বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক সিরাজউদ্দৌলার প্রত্যক্ষ মদতে ছাত্রলীগ ক্যাম্পাসে এ ধরনের আক্রমনের সাহস পেয়েছে। তাই প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসেবে এসব ঘটানো হয়েছে,’ বলেন আলাউদ্দিন।   
ছাত্রলীগ সূত্রে জানা যায়, গত ৫ এপ্রিল চবির প্রয়াত উপাচার্য আবু ইউসুফের স্মরণ সভায় নাসির করিম বাবুলকে জুতার মালা পরিয়ে দেন রুবেল দে, মেহরাজ, আসিফ, শুভ ও সোহেল নামে চবি ছাত্রলীগের পাঁচ নেতাকর্মী। এ সময় তাকে মারধর করে আহতও করেন তারা।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া