adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘৭ খুনে প্রধানমন্ত্রীর কিলিং স্কোয়াড জড়িত’

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জ জেলা বারের সদস্য অ্যাডভোকেট চন্দন কুমার সরকারসহ সাত খুনের ঘটনায় প্রধানমন্ত্রীর কিলিং স্কোয়াড বাহিনী জড়িত বলে মন্তব্য করেছেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন।
আওয়ামী সরকারের আমলে এ দেশের জনগণ নিরাপদ নয়’ মন্তব্য করে তিনি আরো বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, নারায়ণগঞ্জে হত্যাকাণ্ড আপনার কিলিং স্কোয়াড বাহিনীর সদস্যরা ঘটিয়েছে। অবিলম্বে এগুলো বন্ধ করুন। দেশের মানুষকে শান্তিতে ঘুমাতে দিন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে তিনি আরো বলেন, ‘৭২-৭৩ সালে আপনার বাবার মতার সময়ে যেমন মানুষ নিরাপদে থাকতে পারেনি। এখন আপনার আমলেও তারা নিরাপদ নয়। ৭৩ পরবর্তি সময়ে শহীদ জিয়াউর রহমান মতায় আসার পরে এদেশের মানুষ শান্তিতে ছিল। কিš‘ আপনি এবং আপনার দল মতায় আসার পরে এ দেশের সাধারণ জনগণ শান্তিতে ঘুমাতে পারে না। এরকম করলে এমন অবস্থা হবে যে আপনি হেলিকপ্টারে বিদেশে পালাতে পারবেন না।’
বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন এতে সভাপতিত্ব করেন। তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘হত্যার তদন্ত করুন, দোষীদের বিরুদ্ধে শাস্তির ব্যাবস্থা করুন।’
মঙ্গলবার বেলা ১টায় আইনজীবী সমিতি ভবনের নিচে এ কর্মসূচি পালন করা হয়।
বার কাউন্সিলের পুর্ব ঘোষিত সাত দিন ব্যাপূ কর্মসূচির অংশ ছিল এটি। আজ বার কাউন্সিল, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি, বাংলাদেশ গনতান্ত্রিক আইনজীবী সমিতি, গনতান্ত্রিক আইনজীবী ঐক্য পরিষদের ব্যানারে শত শত আইনজীবীরা মানববন্ধন কর্মসূচি পালন করেন। কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক মোমতাজ উদ্দিন আহমেদ মেহেদী। বক্তব্য দেন বারের সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সাবেক সম্পাদক গোলাম মোহাম্মাদ আলাল, গনতান্ত্রিক আইনজীবী সমিতির নেতা মণ্টু ঘোষ, আইনজীবী ঐক্য পরিষদের আহ্বায়ক  অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, অ্যাডভোকেট তাজুল ইসলাম, রবিউল ইসলাম রবি প্রমুখ।
   

 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া