adv
১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

লঞ্চডুবি: ২ নারীর মৃতদেহ উদ্ধার, নিখোঁজ ৩৫

ডেস্ক রিপোর্ট : কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে পটুয়াখালির গলাচিপা নদীতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে এমভি শাথিল নামের একটি লঞ্চ ডুবে গেছে।
শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে গলাচিপা নদীর কলাগাছিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ যাত্রীদের উদ্ধারের চেষ্টা চলছে।
লঞ্চমালিক শাহজাহান খানের ছেলে শিপলু খান বিষয়টি নিশ্চিত করেছেন। 
স্থানীয়রা জানান, দুপুরে অর্ধশতাধিক যাত্রী নিয়ে গলাচিপা থেকে পটুয়াখালী আসছিল এমভি শাথিল। বিকেলে কলাগাছিয়া এলাকায় পৌঁছালে লঞ্চটি ঝড়ের কবলে পড়ে। এসময় প্রবল বাতাসে লঞ্চটি নদীতে ডুবে যায়।
সংশ্লিষ্টরা জানায়, লঞ্চটিতে অন্তত একশ’ যাত্রী ছিল। তাদের কতজন তীরে উঠতে পেরেছে তা তাৎণিকভাবে জানা যায়নি। তবে বিকেল পৌনে পাঁচটার দিকে উদ্ধার তৎপরতা চলছে।
কলাগাছিয়া ইউনিয়ন পরিষদেরচেয়ারম্যান মো. দুলাল মিয়া জানিয়েছেন, এমভি শাতিল ডুবে যাওয়ার পর স্থানীয় লোকজন ট্রলার ও নৌকা নিয়ে উদ্ধার কাজ শুরু করেছে। তবে বিকেলে পৌনে পাঁচটা পর্যন্ত কাউকে উদ্ধার করা যায়নি

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া