adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বাংলাদেশ-ভারত সম্পর্ক ভিন্ন খাতে নেবার সুযোগ নেই : পঙ্কজ শরণ

evsjv‡`k-fviZ m¤úK© wfbœ Lv‡Z †bevi my‡hvM †bB: c¼R kiYনিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার পঙ্কজ সরণ বলেছেন, প্রতিবেশী দু’দেশের সম্পর্ক যে জায়গায় পৌচেছে একে ভিন্ন কোনো খাতে নিয়ে যাবার সুযোগ কোন সুবিধাবাদী গোষ্টীকে দেয়া যাবে না।
শনিবার সকালে সাহিত্য বিশারদ আব্দুল করিম মিলনায়তনে উত্তর-পূর্ব উত্তর ভারতের মধ্যকার সম্পর্ক নিয়ে আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। পঙ্কজ সরণ বলেন, বাংলাদেশ ভারত একে অপরের ক্ষতি করে কোন পক্ষেরই কোন লাভ হবে না।
তিনি বলেন, বাংলাদেশ ভারত সম্পর্কটি এমন যায়গায় পেঁৗঁছেছে যে সেখান থেকে ফেরত আসার আর কোন সুযোগ নেই। কিন্তু আমাদের মনে রাখতে হবে কখনও যেন একে অপরের দুর্বলতাকে পুঁজি করে সুবিধা নেয়ার চেষ্টা না করি। কেনো না অতীতে এটি নানা সমস্যা তৈরি করেছে। কোন ক্ষুদ্র সুবিধাবাদী গোষ্টীকে আর এমনটা করার সুযোগ দেয়া যাবে না। পঙ্কজ শরণ বরং দুটি দেশের মধ্যে প্রতিটি ইস্যু নিয়ে আলোচনার মধ্যে দিয়ে তা সমাধানের ইচ্ছে প্রকাশ করেন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া