adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

হাত ঘষলেই আসবে টাকা

ডেস্ক রিপোর্ট : ক্রেডিট কার্ডের দরকার এবার ফুরোবে৷ এমন ব্যবস্থা আসছে  যার মাধ্যমে হাত ঘষেই প্রয়োজনীয় পেমেন্ট মিটিয়ে দেয়া যাবে অনায়সে৷ নতুন এই ব বায়োমেট্রিক সিস্টেমের মাধ্যমে হাতের শিরা স্ক্যান করে সেকেন্ডের ভেতর একজনের টাকা পেমেন্ট হয়ে যাবে৷
সাধারণত আঙুলের ছাপের মতোই একাধিক লোকের হাতের শিরা একই রকম হয় না৷ কুইক্সটার নামে একটি সংস্থা এই কাজের জন্য ১৫টি মেশিন বানিয়েছে যা সুইডেনের লুইন্ড বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাখা রয়েছে৷ এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ফেড্রিক লিফল্যান্ড একজন ইঞ্জিনিয়ার৷
তিনি দাবি করেন, এই ব্যবস্থায় কোনও রকম জালিয়াতি সম্ভব নয়৷ এই পদ্ধতিতে  কেউ কোনো সুপার মার্কেটে গেলে তিনি প্রথমে তার ফোনের শেষ চারটি সংখ্যা বলবেন তারপর সেন্সরের উপর হাত রাখতে হবে৷ এরপর  পাঁচ সেকেন্ডের মধ্যে  প্রয়োজনীয় লেনদেন হয়ে যাবে৷
অবশ্য এই পদ্ধতিতে পেমেন্ট করতে চাইলে ওই ব্যক্তির নাম,  ফোন নম্বর এবং সামাজিক সুরক্ষা নম্বর নথিভুক্ত করতে হবে ৷এজন্য ওই ব্যক্তির হাতের তালু তিনবার স্ক্যান করাতে হবে এবং এজন্য কুইক্সটার ওয়েবসাইটে ‘অ্যাক্টিভেশন লিংক’ নিতে হবে৷

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া