adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নাইজেরিয়ায় গাড়িবোমা হামলায় নিহত ১৯

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ার রাজধানী আবুজায় বৃহস্পতিবার এক গাড়িবোমা হামলায় কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৬০ জন।
বৃহস্পতিবার রাজধানীর নায়ানিয়া এলাকার এক মোটর পার্ক সংলগ্ন স্থানে গাড়িবোমাটি বিস্ফোরিত হয়। এর আগে গত ১৪ এপ্রিল অন্য এক বোমা হামলায় কমপক্ষে ৭০ জন নিহত হয়েছিল। তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠি এ হামলার দায়িত্ব স্বীকার করেনি। তবে এর আগের হামলাটির দায়িত্ব স্বীকার করেছিল জঙ্গি গোষ্ঠি বোকো হারাম।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিবিসি জানায়, বাস স্টেশন সংলগ্ন একটি পুলিশ চেকপয়েন্টকে লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছিল।
প্রসঙ্গত, আবুজার নায়ানিয়া হচ্ছে একটি মিশ্র এলাকা। এখানে বিভিন্ন সম্প্রদায়ের লোক মিলেমিশে বসবাস করছে। এই এলাকাটিকে উদ্দেশ্য করে কেন হামলা চালানো হল, তা স্পষ্ট নয়।
চার্লস ওসুয়েকে নামক এক প্রত্যক্ষদর্শী এ সম্পর্কে বিবিসিকে বলেছেন, ‘এক লোক গাড়িটি ওই স্থানে এসে পার্ক করে হেঁটে যায়। এর পরপরই বোমাটি বিস্ফোরিত হয।’ এ বিস্ফোরণের পর রাজধানী আবুজার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে স্থানীয় বাসিন্দারা। এর আগে গত ১৪ এপ্রিলের হামলার পর ওই এলাকার নিরাপত্তা জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রেমিডেন্ট গুডলাক জোনাথন। এদিকে নাইজেরিয়ার জরুরি ব্যবস্থাপণা সংস্থার প্রধান আব্বাস ইদ্রিস বিবিসিকে বলেছেন, বৃহস্পতিবারের ওই বিস্ফোরণে ১৯ জন নিহত এবং আরো ৬০ জন আহত হয়েছেন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া