adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক মার্শ

 

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক মার্শ

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার টেস্ট কিংবদন্তি রড মার্শকে দেশটির ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক ঘোষণা করা হলো শ্ক্রুবার। পাঁচ থেকে চারে কমে যাওয়া এই নির্বাচক কমিটিতে নতুন যোগ দিচ্ছেন সাবেক প্রধান ট্রেভর হনস ও মার্ক ওয়াহ। এছাড়া এই প্যানেলে আরও আছেন প্রধান কোচ ড্যারেন লেম্যান। দল বাছাইয়ে অধিনায়কের ভূমিকা থাকার কথা থাকলেও মাইকেল ক্লার্ক ইংল্যান্ডের অ্যাশেজ সিরিজ থেকে সরে দাঁড়ান।

৭০ বছর বয়সী জন ইনভেরারিটির উত্তরসূরি হলেন মার্শ। অন্যদিকে ২০০৬ সালের পর আবারও এই দায়িত্বে ফিরলেন হনস। আর প্রথমবারের মতো দল বাছাই করার ক্ষমতা পেতে যাচ্ছেন ওয়াহ। এর আগে বৃহস্পতিবার ওয়ানডে ও টেস্ট দুটোতেই শীর্ষস্থান ফিরে পায় অস্ট্রেলিয়া।
প্রায় তিন বছরের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন ইনভেরারিটি। এছাড়া তার সঙ্গে এই প্যানেল থেকে চলে গেছেন এন্ডি বিচেল।
ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড জানান,‘মার্শকে তিন বছরের জন্য চুক্তিবদ্ধ করার প্রস্তাব দেওয়া হয়েছে। নির্বাচক প্যানেলকে এগিয়ে নিতে তার অভিজ্ঞতা ও জ্ঞাণ রয়েছে।
তিনি আরো বলেন,গুরুত্বপূর্ণ পদের জন্য মার্শই সঠিক ব্যক্তি৷ ২০১১ বিশ্বকাপের সময়ও তিনি নির্বাচক প্যানেলের সদস্য ছিলেন৷ তিনি খেলোয়াড়, কোচ ও অন্যান্য নির্বাচকদের নিয়ে ভালো করবেন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া