adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

আসামে জঙ্গি হামলায় নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে জঙ্গি হামলায় ২ শিশু ও চার নারীসহ মোট ১০ জন মারা গেছে। বৃহস্পতিবার গভীর রাতে আসামের স্পর্শকাতর বদোল্যান্ড প্রশাসনিক অঞ্চলের কোকড়াঝাড় জেলায় এই হামলার ঘটনা ঘটে।
এই বদোল্যান্ডের কোকড়াঝাড়েই ২০১১ সালে সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়েছিল। পুলিশ এই হামলার জন্য এডিএফবি (সংবিজিত) নামে একটি জঙ্গি গ্রুপকে দায়ি করছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাত ১টার দিকে প্রচুর অস্ত্রসহ একদল লোক কোকড়াঝাড়ের তুলসিবিল অঞ্চলের বালাপাড়াজান গ্রামের দুটি বাড়িতে হামলা চালায়। এসময় তারা ঘটনাস্থলেই চার নারী ও দুই শিশুকে গুলি করে হত্যা করে। আশঙ্কাজনক অবস্থায় পরে আরো তিন গুলিবিদ্ধকে হাসপাতালে ভর্তি করা হয়।
এর আগে বৃহস্পতিবার জেলার বাকসা এলাকায় জঙ্গরা আরো তিন জনকে গুলি করে হত্যা করে। এদিকে বৃহস্পতিবারের ওই হামলার পর কোকড়াঝাড়ে আধাসামরিক বাহিনী মোতায়েন করেছে দেশটির সরকার। সেখানে পুলিশ ও আধা সামরিক বাহিনী এরইমধ্যে একটি অভিযান চালিয়েছে।  

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া