adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

খালেদাকে চার ইস্যুতে আন্দোলনের পরামর্শ জাফরের

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চারটি ইস্যু নিয়ে আন্দোলন করার পরামর্শ দিলেন জাতীয় পার্টির (জাপা) একাংশের চেয়ারম্যান কাজী জাফর আহমেদ।
তিনি বলেছেন, ‘চারটি ইস্যু নিয়ে আন্দোলনের ডাক দিতে হবে। নারায়ণগঞ্জে প্রকাশ্যে অপহরণের পর সাতজন খুন, বিদদ্যুতের দাম বৃদ্ধি ও লোডশেডিং, ভারতের অব্যাহত পানি আগ্রাসন, রানা প্লাজার ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ। আমরা আপনার পাশে থাকব।’
বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে মহান মে দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক পার্টি আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সরকারের উদ্দেশে জাফর বলেন, ‘নারায়ণগঞ্জের প্যানেল মেয়র নজরুলসহ ৭ জন অপহৃত হওয়ার পর তাদের মৃতদেহ উদ্ধার করা হলো। কিন্তু এখন পর্যন্ত এ সরকার দোষীদের গ্রেপ্তার করতে পারলো না। লজ্জা থাকলে সরকারের উচিত হবে ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগ করা।’
তিনি বলেন, ‘গার্মেন্টস শিল্পকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য ভারতীয় ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। রানা প্লাজায় ক্ষতিগ্রস্তদের শতকোটি টাকার ত্রাণ তহবিলের মাত্র ২৫ কোটি টাকা বিতরণ করা হলো। বাকি টাকা কোথায় গেল জাতি তা জানতে চায়।’
এরশাদকে উদ্দেশ করে সাবেক এ প্রধানমন্ত্রী বলেন, ‘থু থু বাবার লোকেরা ২০ ডিসেম্বর জাতীয় পার্টির কাউন্সিলে বোমা ফাটিয়ে কাউন্সিল পণ্ড করার অপচেষ্টা চালিয়ে ছিল।
সংগঠনের আহবায়ক আনোয়ারা বেগমের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ড. টি আই এম ফজলে রাব্বি চৌধুরী, মোস্তফা হায়দার চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য হোসনেয়ারা আহসান, নওয়াব আলী খান, অ্যাডভোকেট মুজিবুর রহমান, খালেকুজ্জামান চৌধুরী, আহসান হাবিব লিংকন প্রমুখ।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া