adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

অপঘাতে স্ত্রীর মৃত্যু, সাংসদ নিক্সনের বাসায় পুলিশ যায়নি

ছবি: ফেইসবুকনিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় সাংসদ নিক্সন চৌধুরীর স্ত্রীর অপঘাতে মৃত্যুর খবর জেনেও ঘটনাস্থলে যায়নি পুলিশ।
মঙ্গলবার রাত সাড়ে ৮টায় রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে মারা যান নিক্সনের স্ত্রী মুনতারিন মুজিব চৌধুরী (৩৩)।
গুলশান-২ এর ৭৬ নম্বর সড়কের ২০ নম্বর ৬ তলা বাড়ির চতুর্থ তলার এ-৪ নম্বর ফাটে এক মেয়ে ও স্বামীসহ থাকতেন মুনতারিন। বাড়ির নিরাপত্তারী মো. মাসুদ বলেন, গতকাল ৬তলা ভবনটির নিরাপত্তার দায়িত্বে ছিলেন নিরাপত্তারী মো. রবিউল। সে আমাকে বলেছে রাত সাড়ে ৮টার দিকে ম্যাডাম চারতলা থেকে পড়ে যান। এরপর সবাই মিলে তাকে ইউনাইটেড হাসপাতালে নেন। সেখানেই মারা যান তিনি।
বুধবার সকালে ওই বাড়ির সামনে লোকজন জড়ো হতে থাকে। কিভাবে মুনতারিন মারা গেলেন সে বিষয়ে পরিবারের বক্তব্য জানতে কোনো সাংবাদিকও ওই বাড়িতে ঢুকতে পারেননি।
নিরাপত্তারী মো. মাসুদ বলেন, স্যার অসুস্থ হয়ে অক্সিজেন নিচ্ছেন। তিনি কারো সঙ্গে কথা বলতে পারবেন না।
নিক্সনের পাশের আসন শিবচর থেকে গুলশানে ছুটে আসা শিবচর থানা ছাত্রলীগের সভাপতি পরিচয় দিয়ে এক ব্যক্তি বাড়ির সামনে দাঁড়িয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হার্ট অ্যাটাক করে ভাবি মারা গিয়েছেন শুনে এলাকা থেকে ছুটে এসেছি।
কয়েক ঘণ্টা বাইরে দাঁড়িয়ে থেকেও ভেতরে প্রবেশ করতে পারেননি তিনিও। ফরিদপুরের ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসনের এই সাংসদের পারিবারিক বন্ধু পরিচয় দিয়ে নাম প্রকাশ না করার শর্তে আরেক ব্যক্তি বলেন, রাতে ঝড় হলে পৌনে ৯টার দিকে মুনতারিন বারান্দার ফুলের বাগানে যান। এরপর পানিতে পা পিছলে চারতলা থেকে মাটিতে পড়ে যান। সরেজমিনে গিয়ে দেখা গেছে, চারতলার বারান্দায় রেলিং আছে। নিচ থেকে বারান্দায় ফুলের বাগান দেখা যায়নি।
সংসদ সদস্যের ব্যক্তিগত কর্মকর্তা খন্দকার জাহিদুর রহমান বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছয়তলা বাসার ছাদ থেকে পা পিছলে পড়ে গিয়েছিলেন মুনতারিন চৌধুরী।
ইউনাইটেড হাসপাতালের কর্মকর্তা (ডিউটি ম্যানেজার) মোহাম্মদ মিনহাজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মঙ্গলবার রাত ৮টা ৩৮ মিনিটে তাকে (মুনতারিন) হাসপাতালে আনা হয়।
ছাদ থেকে পড়ার ইনজুরি নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরে আইসিইউতে রাখা হয়, সেখানে তার মৃত্যু হয়।
স্ত্রী ‘পড়ে যাবার’ সময় সাংসদ নিক্সন বাসায় ছিলেন বলে জানান তার ব্যক্তিগত কর্মকর্তা। মুনতারিনের মৃত্যু নিয়ে বিভিন্ন ধরনের সন্দেহের প্রতিক্রিয়ায় জাহিদুর রহমান বলেন, এটি আত্মহত্যা নয়। উনি পা পিছলে পড়ে গিয়েছিলেন। ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার লুৎফুল কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ১০টার পরে হাসপাতাল থেকে নিক্সন চৌধুরীর স্ত্রীর মৃত্যুর খবর আমাদের থানায় জানানো হয়। কী কারণে মারা গেছে, তা বলেনি।
অপমৃত্যুর শিকার মুনতারিনের ময়নাতদন্ত করা হবে কি না, সেই সিদ্ধান্ত নেয়নি পুলিশ। কেউ আমাদের কাছে অভিযোগ করেনি। এ মুহূর্তে কিছু করতে পারছি না,” বলেন পুলিশ কর্মকর্তা লুৎফুল। গুলশান থানার ওসি রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কেউ পুলিশকে কোন অভিযোগ করেনি বলে রাতে পুলিশ নিক্সন চৌধুরীর বাসায় যায়নি। জাহিদ জানান, পরশুদিন গুলশানের আজাদ মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে মুনতারিনকে দাফনের সিদ্ধান্ত হয়েছে।
আওয়ামী লীগের সংসদ সদস্য নূর-ই আলম চৌধুরীর (লিটন চৌধুরী) ভাই নিক্সন চৌধুরী দশম সংসদে স্বতন্ত্র প্রার্থী হন ফরিদপুর-৪ আসনে। সেখানে আওয়ামী লীগ প্রার্থী কাজী জাফরউল্লাহকে হারিয়ে বিজয়ী হন তিনি। নিক্সন প্রধানমন্ত্রীর ফুফাতো ভাইয়ের ছেলে। নিক্সনের মাও প্রধানমন্ত্রীর ফুফাতো বোন। পদ্মাসেতু নিয়ে দুর্নীতির অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদ করেছিল দুর্নীতি দমন কমিশন।
সর্বশেষ নির্বাচনের আগে ফরিদপুরে এক জনসভায় প্রধানমন্ত্রী নিক্সনকে ইঙ্গিত করে জনসভায় বলেন, পদ্মাসেতুতে জড়িতদের কেউ তার আত্মীয় নন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া